শুক্রবার, ০৪ ডিসেম্বর, ২০১৫, ০৬:১১:৫৩

উত্তর কোরিয়ায় পারমাণবিক সুড়ঙ্গ

উত্তর কোরিয়ায় পারমাণবিক সুড়ঙ্গ

আন্তর্জাতিক ডেস্ক : স্যাটেলাইট থেকে তোলা ছবিতে জানা গিয়েছে উত্তর কোরিয়াতে নতুন একটি সুড়ঙ্গ খোঁড়া হচ্ছে যা পারমাণবিক পরীক্ষা-নিরীক্ষার জন্য ব্যবহৃত হবে। যুক্তরাষ্ট্রের একটি গবেষণা প্রতিষ্ঠান বুধবার এ তথ্য জানিয়েছে। ওয়াশিংটনের জন হপকিন্স ইউনিভার্সিটির স্কুল অব অ্যাডভান্সড ইন্টারন্যাশনাল স্টাডিজের ওয়েবসাইট ৩৮ নর্থ এ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, উত্তর কোরিয়ার পূর্ব উপকূলে গত এপ্রিল থেকে এ সুড়ঙ্গের নির্মাণ কাজ চলছে। উত্তর কোরিয়ায় এর আগে পারমাণবিক পরীক্ষাগুলোও এই অঞ্চলে করা হয়েছিল। তবে যেখানে সুড়ঙ্গ খোঁড়া হচ্ছে সেখানে এখনও কোনও পারমাণবিক পরীক্ষা শুরু হয়নি। এদিকে দক্ষিণ কোরিয়া ও তার মিত্র যুক্তরাষ্ট্র একে দীর্ঘমেয়াদী ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রস্তুতি বলে সন্দেহ প্রকাশ করেছে। উল্লেখ্য, উত্তর কোরিয়া সর্বশেষ পারমাণবিক পরীক্ষা চালায় ২০১৩ সালে। সে সময় আন্তর্জাতিক ক্ষেত্রে উত্তর কোরিয়ার কূটনৈতিক মিত্র চীনসহ অনেকেই এর প্রতিবাদ জানায়। -দ্য গার্ডিয়ান ৪, ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে