‘থমথমে অবস্থা, যেকোনো সময় রাশিয়া-যুক্তরাষ্ট্র যুদ্ধ’
আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া-আমেরিকার মাঝে বর্তমানে খুব ভালো সম্পর্ক যাচ্ছে না। বিশেষ করে সিরিয়ায় আইএস জঙ্গিদের উপর হামলার বিষয় নিয়ে বরাবরই রাশিয়ার বিপক্ষে অবস্থান করছেন আমেরিকা। এই দুদেশের মাঝে বর্তমানে খুবই ভয়াবহ অবস্থা বিরাজ করছে। ফলে যে কােন সময় ভয়াবহ যুদ্ধ লেগে যেতে পারে। ইরানের প্রেস টিভিকে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন, মার্কিন রাজনীতিবিদ ও বিশ্লেষক মার্ক ড্যানকফ। রেডিও তেহরানের এক প্রতিবেদনে এখবর দিয়েছে।
তিনি বলেছেন, সিরিয়ার বৈধ প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার জন্যই আমেরিকা ষড়যন্ত্র করছে। তিনি মার্কিন এ ষড়যন্ত্রকে সরাসরি অবৈধ ও বেআইনি বলে আখ্যা দেন এবং এই বিপজ্জনক পরিস্থিতি রাশিয়া ও আমেরিকাকে যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে বলে মন্তব্য করেন।
গত মঙ্গলবার মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র সাবেক পরিচালক মাইকেল ফ্লিন বলেছেন, ২০১১ ও ২০১২ সালে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসের উত্থান সম্পর্কিত সতর্কতায় কান দেন নি প্রেসিডেন্ট বারাক ওবামা কারণ বিষয়টি তার পুনঃনির্বাচনের জন্য মোটেই উপযুক্ত ছিল না।
এ সম্পর্কে মার্ক ড্যানকফ বলেন, “আইএসের উত্থান সম্পর্কিত বিষয়ে কান না দেয়া তার মোটেই ভুল হিসাব নয় বরং বারাক ওবামা ইচ্ছা করেই তা উপেক্ষা করেছেন। বিষয়টির সঙ্গে আমেরিকা, সৌদি আরব ও তুরস্ক প্রথম থেকেই জড়িত।” ড্যানকফ সুস্পষ্ট করে বলেন, ইহুদিবাদী ইসরাইল সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের পরিবর্তন চায় সে কারণে এই ষড়যন্ত্রের অংশীদার হিসেবে সৌদি সরকার ও তুরস্কের এরদোগান কে এই কাজে ব্যবহার করছে।
৪ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই
�