ভগবান রাম যেন বিজেপির সদস্য : নীতিশ কুমার
আন্তর্জাতিক ডেস্ক : ‘ভগবান রামচন্দ্র যেন ভারতীয় জনতা পার্টির সদস্য! সেভাবেই তাকে ব্যবহার করে বিজেপি,’ মন্তব্য করেছেন বিহার রাজ্যের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। সদ্য বিজেপিকে পর্যুদস্ত করে তৃতীয়বারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী হয়েছেন নীতিশ কুমার। তারপরেই একসময়ের জোট শরিক, বর্তমানে প্রবল প্রতিদ্বন্দ্বী বিজেপিকে নিয়ে এই মন্তব্য মি. কুমারের। বিবিসির এক প্রতিবেদনে এখবর দিয়েছে।
হিন্দু পুনরুত্থানবাদী সংগঠন আরএসএসের প্রধান সম্প্রতি মন্তব্য করেছিলেন যে অযোধ্যার বিতর্কিত জায়গাতেই রাম মন্দির বানাবেন তারা। কিন্তু কবে সেই মন্দির তৈরি হবে, তার কোনো ঠিক নেই বলে জানিয়েছিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। মি. ভাগবতের সেই মন্তব্যের প্রেক্ষিতেই নীতিশ কুমারের ওই ব্যঙ্গ।
বিহারে বিজেপির এই পরাজয়ের অনেকটা দায় নরেন্দ্র মোদির ওপরেও বর্তায় বলে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করেন।
‘রাম মন্দির তৈরির ইস্যুটাকে বিজেপি – আরএসএস জিইয়ে রাখে রাজনীতি করার জন্য। ভগবান রামের প্রতি ওই দুই সংগঠনের আসলে কতটা শ্রদ্ধা আছে, তা বোঝা কঠিন। সেজন্যই মাঝে মাঝেই রাম মন্দিরের স্লোগান তুলে মানুষের ভাবাবেগ নিয়ে রাজনীতি করে তারা,’ মন্তব্য বিহারের মুখ্যমন্ত্রীর।
বিহার বিধানসভার নির্বাচনে নীতিশ কুমার, লালুপ্রসাদ যাদব আর কংগ্রেস এই তিন দলের জোট বিপুল ভোটে জয়ী হয়েছে।
অন্যদিকে বিহারে জয় নিশ্চিত করতে বিজেপির প্রচারাভিযানের প্রধান মুখ ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে।
তাই বিজেপির এই পরাজয়ের অনেকটা দায় নরেন্দ্র মোদির ওপরেও বর্তায় বলে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করেন।
আর এখন নীতিশ কুমারের রামচন্দ্র নিয়ে এই মন্তব্য যেন অনেকটা কাটা ঘায়ে লবনের ছিটে!
৪ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই
�