শুক্রবার, ০৪ ডিসেম্বর, ২০১৫, ০৭:৩৮:০৫

ইমরানের সাবেক স্ত্রীকে ককপিটে বসতে দিয়ে বিপাকে পাইলট

ইমরানের সাবেক স্ত্রীকে ককপিটে বসতে দিয়ে বিপাকে পাইলট

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং বর্তমানে তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের সাবেক দ্বিতীয় স্ত্রী রেহামকে বিমানের ককপিটে বসার অনুমতি দিয়ে বিপাকে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স (পিআইএ)-র পাইলট। তার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এপিবি আনন্দের এক প্রতিবেদনে এখবর দিয়েছে। গতকাল পিআইএ-র বিমানে (ফ্লাইট পিকে-৭৮৮) লন্ডন থেকে লাহোরে আসছিলেন রেহাম। তার অনুরোধেই তাকে ‘কয়েক মিনিট’ ককপিটে বসতে দেন ওই পাইলট। কিন্তু রেহামের অনুরোধ রক্ষা করে তিনি নিয়ম ভেঙেছেন বলে জানিয়েছে পিআইএ কর্তৃপক্ষ। বিমান সংস্থার মুখপাত্র ড্যানিয়েল গিলানি বলেছেন, রেহামের আর্জি মেনে তাকে ‘কয়েক মিনিট’ ককপিটে বসতে দিয়েছেন ওই পাইলট। এটা নিয়মবিরুদ্ধ কাজ। হতে পারে সৌজন্য রাখতে গিয়ে রেহামের অনুরোধ ফেলতে পারেননি তিনি। কিন্তু নিয়ম-শৃঙ্খলা অগ্রাহ্য করা যায় না। চলতি আইনে কোনও বহিরাগতের ককপিটে প্রবেশেরই অধিকার নেই। তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট পাইলটের বিরুদ্ধে যথাযথ শৃঙ্খলামূলক পদক্ষেপ নেয়া হবে। প্রসঙ্গত, ইমরান ও রেহামের বিয়ে হয়েছিল ২০১৫ সালের জানুয়ারি মাসে। কিন্তু শুরু থেকেই খুব ভালো সম্পর্ক ছিল না ৬২ বছর বয়সি ইমরান খান ও ৪২ বছর বয়সি রেহামের রহস্যে মোড়া দাম্পত্য জীবন। দুজনেরই এটা দ্বিতীয় বিয়ে। গত ৩০ অক্টোবর দুজনে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেন। রেহামের রাজনীতিতে ‘নাক গলানো’ ইমরানের পছন্দ হচ্ছিল না, এমনই শোনা গিয়েছে। ইমরানের সঙ্গে বিচ্ছেদের পর আচমকা উধাও হয়ে গিয়েছিলেন রেহাম। গতকাল পাকিস্তানে ফিরে বিবিসি-র এই প্রাক্তন সাংবাদিক রাজনীতিতে যোগদান প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে বলেছেন, রাজনীতিতে সামিল হওয়ার আগে সমাজের ময়লা দূর করা প্রয়োজন। রাজনৈতিক আন্দোলনের আগে দরকার সামাজিক আন্দোলনের। ৪ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে