শুক্রবার, ০৪ ডিসেম্বর, ২০১৫, ০৯:২০:২০

নাইট ক্লাবে ভয়াবহ হামলা, নিহত ১৮

নাইট ক্লাবে ভয়াবহ হামলা, নিহত ১৮

আর্ন্তজাতিক ডেস্ক : বিশ্বো জুড়ে একের পর এক সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেই চলেছে। কিছুদিন আগে ফ্রান্সের প্যারিসে ঘটেগেল তেমনি এক ভয়াবহ ঘটনা। এবার হামলা কারিদের দৃষ্টি পড়লো মিশরের দিকে। মিশরের রাজধানী কায়রোতে নাইট ক্লাবে পেট্রোল বোমা হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৫ জন। শুক্রবার রাজধানীর আগুজা এলাকায় এ হামলার ঘটনা ঘটেছে বলে নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছে। নিহতরা আগুনে দগ্ধ এবং বিষাক্ত গ্যাসের কারণে মারা গেছেন বলে জানা যায়। দেশটির স্থানীয় সংবাদমাধ্যম জানায়, তিনজন মুখোশধারী নাইট ক্লাবটিতে বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। তবে নাইট ক্লাবটিই হামলার লক্ষ্যবস্তু ছিল। একজন নিরাপত্তাকর্মীর জানায়, সন্দেহভাজনদের মধ্যে রেস্তোরাঁর একজন সাবেক কর্মী থাকতে পারে। রেস্তারাঁটি ভবনের বেসমেন্টে থাকায় এর ভেতর থেকে মানুষ পালাতে পারেনি। কর্মকর্তারা জানিয়েছেন, হামলাকারীরা রাজধানীর কেন্দ্রে অবস্থিত আগুওযা নাইট ক্লাবের কর্মচারী। তাকে ওই নাইট ক্লাব থেকে বরখাস্ত করা হয়েছিল বলে জানিয়েছে। তবে ওই হামলার সঠিক কারণ ও সময় এখনও জানা যায়নি। তবে সম্প্রতি মিশরে জঙ্গিরা বেশ তৎপরতা চালিয়ে আসছে। তারা বিভিন্ন সময় সরকারি কর্মকর্তাদের ওপর হামলা চালিয়ে আসছে। কায়রোতে এর আগে ইসলামী জঙ্গি সংগঠনগুলো হামলা চালিয়েছে। ২০১৩ সালে গণতান্ত্রিক প্রেসিডেন্ট মুরসির ক্ষমতাচ্যুতির পর থেকেই সেখানে এ ধরনের হামলা বাড়তে থাকে। সূত্র : রয়টার্স। ৪ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে