মঙ্গলবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৮, ১২:৪২:০০

বিলাশবহুল বিমান উপহার পাওয়া নিয়ে যা বললেন এরদোগান

বিলাশবহুল বিমান উপহার পাওয়া নিয়ে যা বললেন এরদোগান

আন্তর্জাতিক ডেস্ক: কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির থেকে বিলাশবহুল বিমান উপহার পাওয়ার বিষয়ে মুখ খুলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান।

এরদোগানকে কাতারের আমির গত সপ্তাহে একটি বিলাসবহুল বোয়িং ৭৪৭-৮ উপহার দেন। ৫শ মিলিয়ন ডলার মূল্যের বিমান নিয়ে কিছুটা সমালোচনার মুখে পড়েন এরদোগান।

যুক্তরাজ্যের বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন বলা হয়েছে, বিমানটি উপহার নয়; বরং সেটি কেনা হয়েছে বলে জানিয়েছেন প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির এক আইনজীবী।

তিনি বলেন, এই বিমানটি কেনা হয়েছে, অনুদানে আসেনি। তবে তুরস্কের এমন অর্থনৈতিক সংকটে বিমানটি কেনা উচিত হয়নি।

এরপর আত্মপক্ষ সমর্থনে মুখ খুলেছেন এরদোগান। এরদোগান জানিয়েছেন, বিমানটি কিনতে চাওয়া হয়েছিলো। কিন্তু কাতারি আমির বলেছেন, ‘আমি তুরস্কের কাছ থেকে টাকা নেবো না। এটা আমি উপহার দেবো।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে