মঙ্গলবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৮, ০২:১৩:০৩

ইমরান খানের বাসভবনের সামনে গাড়ি কিনতে প্রচণ্ড ভিড়

ইমরান খানের বাসভবনের সামনে গাড়ি কিনতে প্রচণ্ড ভিড়

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান সরকার ৭০টি বিলাসবহুল গাড়ি বিক্রি করে দিয়েছে। বাজার মূল্যের চেয়ে বেশ বেশি দামেই গাড়িগুলো বিক্রি করেছে সরকার। গাড়িগুলো নিলামে বিক্রি করা হয়। সরকার বিশেষ করে প্রধানমন্ত্রী ইমরান খান ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পরই তার জন্য বরাদ্দকৃত গাড়ি বিক্রির সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন। প্রধানমন্ত্রীর বাসভবনের সঙ্গে যুক্ত মোট ১০২টি গাড়ি এভাবে নিলামে বিক্রি করা হবে।

পাকিস্তান সরকার হাজার হাজার কোটি টাকার ঋণে আবদ্ধ। এই গাড়ি বিক্রির মাধ্যমে ঋণের টাকার এক্ষেত্রে কিছুটা সুরাহা হতে পারে। তবে ইমরান খান গাড়ি বিক্রি ও প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত বাসভবনে না উঠে তার ইমেজ বৃদ্ধিতে সক্ষম হয়েছেন।

ইমরান খানের বিশেষ সহকারি অব্যবহৃত ৪টি হেলিকপ্টার বিক্রিরও সিদ্ধান্ত নিয়েছেন। ইসলামাবাদে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে এই নিলাম অনুষ্ঠিত হয়। এক কর্মচারিকে দেখা গেল মক্কেলরা নিলামে অংশ নেয়ার পর তিনি তা লিখে রাখছেন এবং সর্বোচ্চ দরদাতা তা কিনে নিচ্ছেন। পাকিস্তানের তথ্যমন্ত্রী জানিয়েছেন, প্রথম দফার ৭০টি গাড়ি বিক্রি হয়ে গেছে। তথ্যমন্ত্রী জানান, বুলেট ও বোমা প্রুফ গাড়িগুলোও বিক্রি হবে।

এদিকে বিক্রিত গাড়ি একটার চেয়ে আরেকটা ভাল। আর যেগুলো বিক্রির অপেক্ষায় রয়েছে সেগুলো আরও ভাল। সব গাড়ি বিক্রি হলে কত টাকা জমা হবে তা বলা না গেলেও কোটি কোটি টাকা এর মাধ্যমে আয় হবে।

এদিকে গাড়ি কিনতে এবং দেখতে প্রধানমন্ত্রীর বাড়ির সামনে রীতিমত মেলার মত বসেছে। বহু নারি তাদের ছোট ছোট সন্তানদের নিয়ে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে ভিড় জমিয়েছেন। -হিন্দুস্তান টাইম্স

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে