প্রথম দফায় ৩৩টি ফাইল প্রকাশ্যে আসছে
আন্তর্জাতিক ডেস্ক : দীর্ঘ দিনের দাবি অবশেষে দিনের আলো দেখতে চলেছে। অন্তত সম্ভাবনা তেমনই। নেতাজি অন্তর্ধান সংক্রান্ত ৩৩টি ফাইল প্রকাশ্যে আনতে জাতীয় সংগ্রহশালায় পাঠিয়ে দিল ভারতের প্রধানমন্ত্রীর দপ্তর।
শুক্রবার প্রিন্সিপাল সেক্রাটারি নৃপেন্দ্র মিশ্র জাতীয় সংগ্রহশানার ডিরেক্টর জেনারেলের হাতে নেতাজি সংক্রান্ত ফাইলগুলি তুলে দেন। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়েছে, প্রথম ধাপে ৩৩টি ক্লাসিফায়েড ফাইল প্রকাশ্যে আনার জন্য জাতীয় সংগ্রহশালার তুলে দেওয়া হচ্ছে।
এর পর এর রক্ষণাবেক্ষণ এবং ডিজিটাইজেশন করা হবে বলে জানানো হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এবং বিদেশ মন্ত্রক এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ করছেন। এই দপ্তরের হাতেও যে সমস্ত ফাইল রয়েছে সেগুলিও প্রকাশ করা হবে।
গত অক্টোবর মাসে নেতাজির পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তখনই তিনি জানান, এ ব্যাপারে তিনি নিজে উদ্যোগ নেবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি সংক্রান্ত ৬৪টি ফাইল প্রকাশ্যে আনার পর রাজনৈতিক চাপও তৈরি হয়। তবে কেন্দ্রের হাতে থাকা নেতাজি প্রকাশ্যে আসার পর নতুন কী তথ্য বেরিয়ে আসে এখন সেটার অপেক্ষায় গোটা দেশ।
০৫ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এমএস/সৈকত
�