শনিবার, ০৫ ডিসেম্বর, ২০১৫, ০৫:২৯:১৫

এবার সরকারি চাকরির উত্তরাধিকারী বিবাহিত মেয়েরাও

এবার সরকারি চাকরির উত্তরাধিকারী বিবাহিত মেয়েরাও

আন্তর্জাতিক ডেস্ক : নিয়ম অনুযায়ী, চাকরিরত অবস্থায় কোনও সরকারি কর্মী মারা গেলে সেই জায়গায় ওই কর্মীর ছেলে বা মেয়েকে নিযুক্ত করা যেত। তবে মেয়েদের নিয়োগের ক্ষেত্রে ছিল জটিলতা। চাকরি পেতে হলে মেয়েটিকে চাকরি পাওয়া পর্যন্ত অবশ্যই অবিবাহিত থাকতে হবে। বিধবা মেয়েদের সরাসরি চাকরির সুযোগ থাকলেও পুনরায় বিবাহ করলে সেই সুযোগ হারাতে হত। কিন্তু সরকারি চাকরিরত অবস্থায় বাবা অথবা মায়ের মৃত্যু হলে এবার চাকরি পেতে পারেন মৃতব্যক্তির বিবাহিতা কন্যাও। শুক্রবার এমনই একটি রায় দিয়েছে ভারতের এলাহাবাদ হাইকোর্ট। কলকাতা ২৪-এর এক প্রতিবেদনে এখবর জানা যায়। উত্তর প্রদেশের আজমগড় জেলার রাজস্ব বিভাগের প্রয়াত এক কর্মীর মেয়ে বিমলা শ্রীবাস্তবের করা আবেদনের ভিত্তিতে এই ঐতিহাসিক রায় দিয়েছে এলাহাবাদ উচ্চ আদালত। মুখ্য বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি যশবন্ত বর্মার ডিভিশন বেঞ্চ রায়ে বলেছেন, ‘বিবাহিতা হওয়ার অজুহাতে মেয়েদের উত্তরাধিকার থেকে বঞ্চিত করা ঠিক নয়’। ৫ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে