কাশ্মীরে ঢুকেছে দুই জঙ্গি, ভারতে বড় হামলার ছক
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের রাজধানী শহর দিল্লিতে আত্মঘাতী হামলার ছক কষছে লস্কর-ই-তৈবা এবং আইএস। হামলা হতে পারে অন্যান্য শহরগুলোতেও। লস্কর হামলার আশঙ্কা করে শনিবারই এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশ।
এফআইআর-এ জানানো হয়, দুজনা ও উজনা নামে লস্করের দুই আত্মঘাতী জঙ্গি ইতিমধ্যেই ভারতে ঢুকে পড়েছে। পাকিস্তান অধিকৃত কাশ্মীর হয়ে তারা ভারতের জম্মু-কাশ্মীরে ঢুকেছে। তাদের লক্ষ্য হল, জনবহুল এলাকাগুলোতে জঙ্গি হামলা চালানো। আত্মগোপন করে থাকা এই দুই জঙ্গির খোঁজে এখন ভারত জুড়ে তল্লাশি চলছে।
এদিকে, পাকিস্তানি গুপ্তচর চক্রের আরও এক ব্যক্তি ধরা পড়েছে দিল্লি পুলিশের হাতে।। আইএসআই-এর গুপ্তচর সন্দেহে এই নিয়ে চার জনকে গ্রেপ্তার করল দিল্লি পুলিশ। গ্রেপ্তারকৃতের নাম সাব্বির। শুক্রবার রাতে জম্মু থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
দিল্লি পুলিশ জানায়, সাব্বির পেশায় একজন শিক্ষক। জিজ্ঞাসাবাদের জন্য তাকে হেফাজতে নেওয়া হয়েছে। এর আগে আটককৃত মিরকে জেরা করেই সাবিরের নাম জানতে পারে পুলিশ। সূত্র : টাইমস অপ ইন্ডিয়া।
৫ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই
�