ইসরাইলের প্রতি সুইডেনের নিন্দা
আন্তর্জাতিক ডেস্ক : অধিকৃত পশ্চিম তীর এবং অবরুদ্ধ গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলি বাহিনীর বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের কঠোর নিন্দা জানিয়েছে সুইডেন। কথিত ছুরিকাঘাতের অভিযোগ তুলে ইসরাইলি বাহিনী যখন ফিলিস্তিনিদের ওপর কঠোর দমন পীড়ন অব্যাহত রেখেছে তখন সুইডেন এ নিন্দা জানাল। রেডিও তেহরানের এক প্রতিবেদনে এখবর জানা যায়।
গতকাল (শুক্রবার) সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী মার্গট ওয়ালস্ট্রম বলেন, ইসরাইলি সেনারা ফিলিস্তিনিদের ওপর বিচার বহির্ভুত হত্যাকাণ্ড চালাচ্ছে। পাশাপাশি ফিলিস্তিনি বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে ইসরাইলি সেনারা ফিলিস্তিনিদের বিরুদ্ধে মাত্রাতিরিক্ত বল প্রয়োগ করছে বলেও জানান তিনি।
তিনি আরো বলেন, ইসরাইলি বাহিনী বিচার বহির্ভুত হত্যাকাণ্ড এবং অতিরিক্তি বল প্রয়োগের কারণেই ইসরাইলিদের চেয়ে ফিলিস্তিনিদের মধ্যে নিহতের সংখ্যা দিনে দিনে বেড়েই চলছে।
সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী ওয়ালস্ট্রমের বক্তব্যে চরমভাবে ক্ষুব্ধ হয়েছে ইসরাইল। ইসরাইলি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে সুইডেনের প্রতিও নিন্দা জানানো হয়েছে।
গত অক্টোবরের শুরুতে ইসরাইলি বাহিনী এবং ফিলিস্তিনিদের মধ্যে সংঘর্ষে ১১০ জনেরও বেশি ফিলিস্তিনি শহীদ হওয়ার পাশাপাশি ২০ জন ইসরাইলি নিহত হয়। নিহত ফিলিস্তিনিদের মধ্যে বহু নারী ও শিশু রয়েছে। আল-আকসা মসজিদে প্রবেশে ওপর দখলদার ইসরাইল কড়াকড়ি আরোপ করার পর থেকে গত কয়েক মাস ধরে সেখানে ফিলিস্তিনি ও ইহুদিবাদীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হচ্ছে।
৫ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই
�