শনিবার, ০৫ ডিসেম্বর, ২০১৫, ১০:৫১:৪৯

ইয়েমেনে সৌদি আগ্রাসন বন্ধে জাতিসংঘে চিঠি

ইয়েমেনে সৌদি আগ্রাসন বন্ধে জাতিসংঘে চিঠি

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের বিপ্লবী উচ্চ পরিষদের প্রধান মোহাম্মদ আলী আল হুথি সেদেশের বিরুদ্ধে সৌদি আরব ও তার মিত্রদের অব্যাহত আগ্রাসন বন্ধের আহবান জানিয়েছেন। ইয়েমেনের বিপ্লবী নেতা উচ্চ পরিষদের প্রধান জাতিসংঘ মহাসচিব বান কি মুনের কাছে লেখা চিঠিতে হামলা বন্ধের আহবান জানিয়ে একে জাতিসংঘসহ সব আন্তর্জাতিক নিয়ম নীতির লঙ্ঘন হিসেবে অভিহিত করেছেন। ইয়েমেনের সাবা বার্তা সংস্থা বরাদ দিয়ে রেডিও তেহরানের এক প্রতিবেদনে এখবর জানিয়েছে। মোহাম্মদ আলী আল হুথি ইয়েমেনে সৌদি আগ্রাসনের ফলে বিপর্যয়কর পরিস্থিতির কথা উল্লেখ করে সেদেশের জনগণের সহায়তায় এগিয়ে আসার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহবান জানান। সৌদি আরব এবং আমেরিকাসহ অন্য আরব মিত্ররা ইয়েমেনের পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদিকে ক্ষমতায় ফিরিয়ে আনার জন্য গত ২৬ মার্চ থেকে আগ্রাসন চালিয়ে আসছে এবং এ হামলায় এ পর্যন্ত হাজার হাজার মানুষ নিহত হয়েছে। ৫ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে