যুদ্ধক্ষেত্রে শত্রুর মুখোমুখি লড়াই করবে মহিলারা
আন্তর্জাতিক ডেস্ক : এবার মার্কিন সেনা বাহিনীর প্রথমসারিতে নিয়ে আসা হচ্ছে মহিলাদেরও। শুধু তাই নয়, তাদের জন্য সেনা বাহিনীর পদস্থ পদও সংরক্ষিত করা হচ্ছে। দীর্ঘদিন পর সম্প্রতি এমন ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে পেন্টাগন। এই সিদ্ধান্তকে পুরোপুরি সমর্থন করেছেন খোদ বারাক ওবামা। ঐতিহাসিক এই সিদ্ধান্তের পর এক বিবৃতি মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, সবার অংশগ্রহণ মধ্যে দিয়েই মার্কিন সেনাকে আরও শক্তিশালী গড়ে তোলা হবে। আর সেই কারণেই মহিলাদের জন্য খুলে দেওয়া হয়েছে সেনাবাহিনীর প্রত্যেকটি স্তর। তিনি আরও জানিয়েছেন, সেনাবাহিনীতে মহিলাদের জন্য পদ সংরক্ষিত হওয়ায় এবার থেকে মার্কিন সেনাবাহিনীর কমান্ডার-ইন-চিফও হতে পারেন মহিলারা।
গত প্রায় সাত বছর ধরে এক মাত্র সশস্ত্র বাহিনীতে মহিলাদের নিয়োগ করে আসছে মার্কিন প্রশাসন। কিন্তু কোনও সময়েই তাদের সেনাবাহিনীর প্রথম সারিতে দেখা যায়নি। কিন্তু পেন্টাগনের নতুন সিদ্ধান্তে এবার যুদ্ধক্ষেত্রের প্রথম সারিতে লড়াই করবেন মার্কিন মহিলারা। মার্কিন প্রতিরক্ষা সচিব এই প্রসঙ্গে জানিয়েছেন, যুদ্ধাস্ত্র বোঝাই ট্যাক চালানো থেকে শুরু করে মর্টার ছোঁড়া কিংবা পদাতিক বাহিনীকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে মার্কিন মহিলারা যথেষ্ট যোগ্য। তাদের নেতৃত্ব দেওয়ার মাধ্যমে মার্কিন সেনাকে আরও শক্তিশালী করতে চায় আমেরিকা। সাঁজোয়া বাহিনীর প্রথম সারিতে থাকা ছাড়াও বেশ কিছু বিশেষ অভিযানেও মহিলাদের অংশগ্রহনে ছাড়পত্র দিয়েছে মার্কিন প্রশাসন।
৬, ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ