প্লুটোর স্পষ্ট ছবি প্রকাশ করল নাসা
আন্তর্জাতিক ডেস্ক : আমাদের সৌরজগতের সবচেয়ে দূরের গ্রহ প্লুটোর উপরিতলের স্পষ্ট ছবি প্রকাশ করছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। গত জুন মাসে ফ্লাইবাই প্রযুক্তি ব্যবহার করে আন্তঃগ্রহাণুপুঞ্জ মহাকাশযান নিউ হরাইজনস এই ছবিগুলো তোলে।
শুক্রবার প্রকাশিত এই ছবিগুলোতে প্লুটোর উপরিতলের পর্বত, জ্বালামুখ এবং মসৃণ বরফে ঢাকা প্রান্তর চোখে পড়ে। ছবি ছাড়াও গ্রহটি সম্পর্কে নানা অজানা তথ্যও দিয়েছে নিউ হরাইজনস।
নাসার বিজ্ঞান বিষয়ক পরিচালকদের প্রধান জন গ্রুনসফিল্ড বলেন, ‘এই ছবিগুলো থেকে বোঝা যায় প্লুটোর পরিবেশে কী পরিমাণ বৈচিত্র রয়েছে! যে সমস্ত জটিল তথ্য আমরা পেয়েছি তা আমাদের এই রোবটিক অভিযানের বিরাট সাফল্য হিসেবে বিবেচনা করা যায়।’
নাসা জানায়, ২০১৬ সালের শেষ নাগাদ প্লুটো সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করা সম্ভব হবে। এ বিষয়ে তহবিল পেতে নাসা কর্তৃপক্ষ বরাবর আবেদন করারও পরিকল্পনা করছেন বিজ্ঞানীরা।– বিবিসি
৬, ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ