ভারতীয় কূটনীতিকের ভিসা প্রত্যাখ্যান করেছে পাকিস্তান
আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ এশিয়ার দেশগুলো নিয়ে গঠিত সংগঠন সার্কের বাণিজ্য মেলায় যোগ দিতে ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের এক কূটনীতিক লাহোর সফরে যেতে চাইলে তা প্রত্যাখ্যান করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
গত শুক্রবার থেকে তিনব্যাপি ১২তম সার্ক বাণিজ্য মেলা লাহোরে শুরু হয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় সার্কের অন্য দেশগুলোর মতো ভারতের হাইকমিশনকে মেলায় স্টল দেওয়ার আমন্ত্রণ জানায়।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, মেলায় ৫০টির বেশি ভারতীয় প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। সার্কভুক্ত দেশগুলোর সবাইকে তাদের প্রতিনিধিত্ব করার জন্য কূটনৈতিক মিশন স্থাপনে স্থানও বরাদ্দ দেওয়া হয়েছে মেলায়। কিন্তু ভারতীয় হাইকমিশনের প্রধান সমন্বয়ককে ইসলামাবাদ থেকে লাহোরে যাওয়ার অনুমতি দেয়নি পাকিস্তান সরকার।
মেলাটির পরিচালনার দায়িত্বে থাকা পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়েরে কাছে বিষয়টি অভিযোগ আকারে তোলার পরিকল্পনা করছে ভারতীয় হাইকমিশন।
লাহোরে যাওয়ার অনুমতি না দেওয়ার ব্যাপারে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো ব্যখ্যাও দেয়নি।
৬, ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ