সোমবার, ১৫ অক্টোবর, ২০১৮, ০১:১২:৪৫

কন্যা শিশুর নাম হিসেবে ‘তিতলি’ রাখার ধুম

কন্যা শিশুর নাম হিসেবে ‘তিতলি’ রাখার ধুম

আন্তর্জাতিক ডেস্ক : কন্যা শিশুর নাম ‘তিতলি’ রাখার ধুম পড়েছে। গেল দু সপ্তাহজুড়ে তিতলিতে তটস্থ ছিল ভারত ও বাংলাদেশ। বৃহস্পতিবার ঘূর্ণিঝড় তিতলি আঘাত হানে ওড়িশা উপকূলে। কন্যা শিশুর নাম হিসেবে ‘তিতলি’ রাখার ধুম। 

এই ঝড়ের আঘাতে ওড়িশা প্রদেশের গঞ্জাম, জগতসিংপুর এবং নয়াগড় জেলার কয়েকশ পরিবার এখনও ত্রাণ শিবিরে রয়েছেন। ক্ষতি হয়েছে গোপালপুরেও। এপর্যন্ত ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। কিন্তু মৃত্যুর মধ্যেও সৃষ্টি হচ্ছে নতুন জীবনের।

কিন্তু এতো ধ্বংসযজ্ঞের পরও তিতলিকে ভালোবেসে ফেলেছে ভারতীয়রা। তিতলিকে স্মৃতিতে জড়িয়ে রাখতে আর এ সময়ে যেসব কন্যা সন্তানরা জন্মেছে বা জন্ম নিচ্ছে তাদের নাম ‘তিতলি’ রাখার ধুম পড়েছে দেশ জুড়ে।

তিতলির বিপর্যয় কাটেনি এখনো। ত্রাণ শিবিরে রয়েছেন অনেক পরিবার। তবু তিতলির সেই রুদ্র রূপ নিয়ে খুব একটা ভাবিত নয় তারা। বরং তারা মজে আছেন তিতলিতেই।

হিন্দুস্তান টাইম্স এ প্রকাশ, গত বৃহস্পতিবার সকাল ৬টা ৫ মিনিট এবং ৬টা ১২ মিনিটে ভারতের ছত্রপুর হাসপাতালে গৃহবধূ আল্লেম্মার কোল জুড়ে আসে যমজ কন্যা হয়, ঠিক যখন তিতলি আছড়ে পড়েছিল ভারতীয় উপকূলে।

আর সে কারণেই দুই মেয়ের মধ্যে একজনের নাম ‘তিতলি’ রাখতে চান আল্লেম্মা।

একই হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন বিমলা দাস। তিনিও তার মেয়ের নাম রেখেছেন তিতলি।

তিতলি পূর্বাভাস থেকে আঘাত হানার দিন পর্যন্ত মোট ১২ দিনে ভারতের আস্কা অঞ্চলের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ৯টি মেয়ে শিশু জন্মায়।

সেই স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক ভারতীয় সংবাদ মাধ্যমকে জানান, এসব শিশুদের বাবামায়েরা তাদের সবার নাম তিতলি রেখেছেন।

জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় হিঞ্জলি এলাকার স্বাস্থ্যকেন্দ্রে চারটি শিশু জন্মেছে। এরমধ্যে একটি কন্যাসন্তান যার নাম রাখা হয়েছে তিতলি।

প্রসঙ্গত, তিতলি ঘুর্ণিঝড়টির নাম এসেছে পাকিস্তানের প্রস্তাবণায়। তাতেও সমস্যা দেখছেন না ভারতীয়রা। হিন্দি ভাষায় ‘তিতলি’ অর্থ ‘প্রজাপতি’। হয়ত এ অর্থটাই তিতলির তাণ্ডব ভুলে দিয়ে মন কেড়েছে এসব ভারতীয়দের ।
এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে