রবিবার, ০৬ ডিসেম্বর, ২০১৫, ০৫:১৯:১৭

আত্মঘাতী হামলায় গভর্নর নিহত

আত্মঘাতী হামলায় গভর্নর নিহত

আন্তর্জাতিক ডেস্ক : আইএস জঙ্গিদের হামলার মাত্রা যেন দিনে দিনে বেড়েই চলেছে। প্যারিসে হামলার পর মালির হোটেলে হামলা চালায় এই জঙ্গি বাহিনী। এবার তাদের হামলার হাত থেকে রক্ষা পেলোনা ইয়েমনও। দক্ষিণ ইয়েমেনে বন্দরনগরী এডেন প্রদেশের গভর্নর বোমা হামলায় নিহত হয়েছে। রোববার এডেনের তাওয়াহি এলাকায় এই আত্মঘাতী গাড়ি বোমা হামলা চালানো হয় গভর্নর জাফর মোহাম্মেদ সাদ এর গাড়িবহরে। এডেন শহরের পশ্চিমাংঞ্চলে চালানো এ হামলায় গভর্নর সাদ ছাড়াও তার ছয়জন দেহরক্ষী নিহত হয়েছেন। গভর্নর সাদ তার দপ্তরে যাওয়ার সময় পথের মধ্যেই এই হামলার ঘটনাটি ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে। চলতি বছরের শুরুর দিকে ইয়েমেনের রাজধানী সানাসহ অধিকাংশ এলাকা দখল করে নিয়েছে শিয়া সম্প্রদায়ভুক্ত হুতি বিদ্রোহীরা। আর আগে হামলার মুখে ইয়েমেনের প্রেসিডেন্ট আব্দারাব্বু মনসুর হাদি পালিয়ে সৌদি আরব চলে যান। তারপরই বছরের মাঝামাঝি সময়ে সৌদি নেতৃত্বধীন আরবজোট ইয়েমেনে হুতিদের ওপর বামান হামলা চালাতে শুরু করে। এক পর্যায়ে সৌদি জোট এডেন দখল করতে সক্ষম হন। তারপরই গত মাসে প্রেসিডেন্ট হাদি সেখানে ফিরে আসেন। এডেনের বাসিন্দা ও নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, হামলাকারীরা তাওয়াহি এলাকায় গভর্নর জাফর মোহাম্মদ সাদের গাড়ি বহরে আত্মঘাতী হামলা চালায়। আর এতে ঘটনাস্থলেই গভর্নর সাদের মৃত্যু হয়। এছাড়াও গাড়ি বহরে থাকা কমপক্ষে গভর্নরের আরো ছয় দেহরক্ষী নিহত হয়েছে। তবে এই হামলার দায় স্বীকার করে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা জানিয়েছে, আত্মঘাতী গাড়িবোমা বিস্ফোরণ ঘটিয়ে সাদকে হত্যা করা হয়েছে। ইয়েমেনে চলমান গৃহযুদ্ধ নিয়ে জাতিসংঘের কর্মকর্তারা প্রায় গত আট মাস ধরে ইডেনে অবস্থান করছেন। তবে কর্মকর্তাদের ধরণা ছিল আগামী মাসের দিকে চলমান বিবাদের দুই পক্ষকেই আলোচনার টেবিলে নিয়ে আসা সম্ভব হতো। আর এই সময়ই এই হামলার ঘটনাটি ঘটালো জঙ্গি বাহিনী আইএস। কিন্তু এই হামলা এখন সকলকে আবার নতুন কারে ভাবিয়ে তিলছে। সূত্র : রয়টার্স। ৬ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে