শনিবার, ২০ অক্টোবর, ২০১৮, ০৭:৪২:৫৪

সাতজনকে বাঁচিয়ে মারা গেলেন ‘রাবণ’!

সাতজনকে বাঁচিয়ে মারা গেলেন ‘রাবণ’!

আন্তর্জাতিক ডেস্ক: শো শেষ হয়ে যাওয়ার পর তাড়াহুড়ো করে বিজয়া দশমী দেখতে ছোটেন দলবীর। এ সময় অতর্কিতভাবে ছুটে আসা ট্রেন দেখে দলবীর চেষ্টা করেছিলেন, আশপাশের মানুষজনকে যে করেই হোক বাঁচাতে।

ভারতের অমৃতসরের ট্রেন দুর্ঘটনায় প্রাণ গেছে ৬১ জনের। সেই ৬১ জনের একজন দলবীর সিংহ, রামলীলা উৎসবের ‘রাবণ’।

ঘটনার কিছুক্ষণ আগেই শেষ হয়েছে ‘রাবণ বধ’ পালা। অভিনয় সেরেই তাড়াহুড়ো করে বিজয়া দশমী দেখতে ছোটেন দলবীর। পরিষ্কারভাবে দেখতে পাওয়ার জন্য তিনি দ্রুত চলে যান জোড়া ফটকের কাছে। সেটাই কাল হলো দলবীরের।

অতর্কিতে ছুটে আসা ট্রেনের ধাক্কা থেকে মানুষগুলোকে বাঁচাতে সচেষ্ট হন তিনি। সাত জনকে লাইন থেকে সরিয়েও ফেলেছিলেন, কিন্তু শেষরক্ষা হলো না। রেল লাইনে হোঁচট খেয়ে পড়লেন নিজেই। ট্রেনের ধাক্কায় প্রাণ গেল তার।

ঘটনায় স্তম্ভিত দলবীরের মা, স্ত্রী ও ভাই। দলবীরের মা জানান, প্রায় এক দশক সময় ধরে রামলীলা পালায় বিভিন্ন ভূমিকায় অভিনয় করেছেন দলজিৎ। এদিন তিনি তাড়াতাড়ি বের হয়েছিলেন বন্ধুদের রাম-লক্ষ্মণ সাজতে সাহায্য করতে।

দলবীরের মা আপাতত চান, তার বউমা যেন একটা চাকরি পান। দলবীরের সন্তানের বয়স মাত্র আট মাস।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে