রবিবার, ০৬ ডিসেম্বর, ২০১৫, ০৭:৪৮:১৯

‘বিরোধীশূন্য দেশ গণতান্ত্রিক হতে পারে না’

‘বিরোধীশূন্য দেশ গণতান্ত্রিক হতে পারে না’

অান্তর্জাতিক ডেস্ক : একটি দেশের গনতান্ত্রিক কাঠামোর প্রধান চাবিকাঠি বিরোধীরাই। আর তাই বিরোধীদের ছাড়া সে দেশটি কোন ভাবেই চলতে পারেনা। আজ রোববার বি আর আম্বেধকরের মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে গিয়ে এমনি এক মন্তব্য করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, ‘স্বাস্থ্যকর গণতান্ত্রিক দেশে যেমন সরকারের ভূমিকা এবং প্রাসঙ্গিকতা রয়েছে, তেমনই বিরোধীদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। স্বাস্থ্যকর গণতন্ত্র গঠনের জন্য বিরোধীরা গুরুত্বপূর্ণ।’ ভারতের সংবিধান প্রণেতা বি আর আম্বেদকরের মৃত্যুবার্ষিকীর এই অনুষ্ঠানে কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলের নেতা মল্লিকার্জুন খার্গেও উপস্থিত ছিলেন। তাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী ভান্ডারু দাত্তাত্রেয়া। তাই ভান্ডারুর প্রশংসা করে রাজনাথ বলেন, ভারতের সংবিধান প্রণেতা বি আর আম্বেদকরের নীতিকে শ্রদ্ধা জানিয়েই এই অনুষ্ঠানে বিরােধী দলের নেতা এবং সাবেক শ্রমমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে। প্রসঙ্গত, পণ্য পরিষেবা বিল নিয়ে শাসক এবং বিরোধী দলের মধ্যে ‘চুয়া-বিল্লি’র ঝগড়া চলছে। আগামীকালই পণ্য পরিষেবা বিল এবং জমি বিষয়ক বিল রাজ্যসভায় উঠবে। তাই তার আগে বিরোধীদের উদ্দেশ্যে রাজনাথের এই মন্তব্য বিশেষ তাৎপর্যপূণর্ বলেই মনে করছে রাজনৈতিক মহল। তথ্যসূত্র : কলকাতা ২৪। ৬ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে