রবিবার, ২১ অক্টোবর, ২০১৮, ০৪:৩৭:০৪

‘কয়েক সেকেন্ডেই পরমাণু হামলা হবে’

‘কয়েক সেকেন্ডেই পরমাণু হামলা হবে’

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া কোনো দেশে আগ্রাসী হয়ে পরমাণু হামলা করবে না। তবে কেউ যদি রাশিয়ার দিকে কোনো রকম ক্ষেপণাস্ত্র হামলা চালায় তাহলে কয়েক সেকেন্ডের মধ্যেই পরমাণু হামলা চালানো হবে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

পুতিন বলেন, আমরা তখনি কেবল পাল্টা হামলা চালানোর সময় পরমাণু অস্ত্র ব্যবহার করব; যখন আমাদের আগাম সতর্কবার্তা দেয়ার ব্যবস্থা নিশ্চিত করবে যে রাশিয়ার দিকে ক্ষেপণাস্ত্র ছুটে আসছে।

রাশিয়ার সোচিতে ইন্টারন্যাশনাল পলিসি ফোরামে বক্তব্য দেয়ার সময় প্রেসিডেন্ট পুতিন বুধবার এসব কথা বলেন।

পুতিন আরও বলেন, সম্ভাব্য আগ্রাসী শক্তির জানা উচিত রুশ ভূখণ্ডে হামলা চালালে নিশ্চিতভাবে এর জবাব দেয়া হবে এবং আগ্রাসী শক্তি ধ্বংস হয়ে যাবে।

রাশিয়াকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হলে আমরা কয়েক সেকেন্ডের মধ্যে এ বিষয়ে নিশ্চিত হতে পারব এবং নিশ্চিত হওয়ার পরই পাল্টা হামলা চালাব।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে