সোমবার, ২২ অক্টোবর, ২০১৮, ০১:০৫:২৫

গণধর্ষণের পর প্রাণ বাঁচাতে নগ্ন অবস্থায় ৩ তলা থেকে ঝাঁপ তরুণীর

গণধর্ষণের পর প্রাণ বাঁচাতে নগ্ন অবস্থায় ৩ তলা থেকে ঝাঁপ তরুণীর

আন্তর্জাতিক ডেস্ক: প্রথমে গণধর্ষণ। এরপর অকথ্য অত্যাচার। প্রাণ বাঁচাতে নগ্ন অবস্থায় তিন তলা ছাদ থেকে ঝাঁপ দিলেন এক তরুণী। ঘটনাটি ঘটেছে শনিবার ভারতের রতের রাজস্থান রাজ্যের সর্ববৃহৎ শহর ও রাজধানী জয়পুরের মোহানা এলাকায়। সেই তরুণী গুরুতর জখম অবস্থায় জয়পুরিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় দুই ব্যক্তির সঙ্গে সেই তরুণীকে দেখা যায়। এরপর রাতে নারী কন্ঠের চিৎকারও শোনা যায়। সকালে স্থানীয়রা দেখেন, নগ্ন অবস্থায় বেহুঁশ হয়ে পড়ে রয়েছেন সেই তরুণী। পুলিসের অনুমান, তিন তলা থেকে ঝাঁপ দিয়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করে ২৩ বছর বয়সী ওই তরুণী।

তরুণীর বয়ান অনুযায়ী, তাকে গণধর্ষণ করা হয়। পাশাপাশি নির্মম ভাবে অত্যাচার চালায় অভিযুক্তেরা। তদন্তে নেমে পুলিশ দুই অভিযুক্ত লোকেশ সাইনি (১৯) এবং কমল সাইনি (২৪)কে গ্রেফতার করেছে। 

পুলিশ জানিয়েছে, সেই তরুণীর মেডিকেল পরীক্ষা করা হয়েছে। এই ঘটনার সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে