'বিষয়টি ধামাচাপা দিতে চায় আমেরিকা’
আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার ভূখণ্ড থেকে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসের তুরস্কে তেল পাচারের বিষয়টি ধামাচাপা দিতে চাইছে আমেরিকা। সিরিয়া থেকে তুরস্কে সামান্য পরিমাণ তেল পাচার হয়েছে বলে ওয়াশিংটন যে বক্তব্য দিয়েছে তা থেকে আসল ঘটনা ধামাচাপা দেয়ার প্রচেষ্টা উম্মেচিত হয়েছে বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে। রেডিও তেহরানের এক প্রতিবেদনে এখবর প্রকাশ করেছে।
মার্কিন বিশেষ দূত অ্যামোস হোচস্টেইন শুক্রবার দেয়া এক বিবৃতিতে দাবি করেন, সিরিয়া থেকে অবৈধ উপায়ে যে তেল তুরস্কে পাঠানো হয়েছে তার পরিমাণ এবং আর্থিক মূল্যের দিক থেকে তেমন উল্লেখযোগ্য নয়। হোচস্টেইনের এ বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিবৃতি দেয় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছেে, মার্কিন কর্মকর্তারা যখন বলেন সন্ত্রাসী গোষ্ঠীর তেল কিভাবে তুরস্কে চোরাচালান করা হয়েছে সে বিষয়টি তাদের কাছে ধরা পড়ে নি; তখন বুঝতে হবে তারা এ ঘটনা ধামাচাপা দিতে চাইছেন।
পেন্টাগন এবং মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ‘অবাস্তব নাটক’ বলেও অভিহিত করেছে। বিবৃতিতে মার্কিন কর্তৃপক্ষকে তাদের নিজেদের ড্রোন থেকে তোলা ভিডিও দেখার পরামর্শ দেয়া হয়। এতে বলা হয়, তুর্কি-সিরিয়ার সীমান্তবর্তী তেল ক্ষেত্রগুলোর ওপর দিয়ে আগে যা ড্রোন ওড়ানো হতো এখন ওড়ানো হচ্ছে তার চেয়ে তিনগুণ বেশি।
আইএসের অবৈধ তেল বাণিজ্যে আংকারা লাভবান হচ্ছে বলে এর আগে ক্রেমলিন ঘোষণা করেছিল।
৬ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই
�