সোমবার, ২২ অক্টোবর, ২০১৮, ০৪:৩১:০৭

ট্যাক্সি চালকদের বিরূপ আচরণে পদত্যাগের হুমকি মাহাথিরের

ট্যাক্সি চালকদের বিরূপ আচরণে পদত্যাগের হুমকি মাহাথিরের

আন্তর্জাতিক ডেস্ক: ‘আমি প্রধানমন্ত্রী থাকতে চাই না। আমি অবসরে গিয়েছিলাম, মানুষজনই আবার আমাকে ক্ষমতায় চেয়েছে, আর তাই আমি ফিরে এসেছি। আপনারা যদি আমাকে প্রধানমন্ত্রী হিসেবে না চান, তাহলে আমি আজই পদত্যাগ করতে পারি।’ রবিবার 'ট্যাক্সি ড্রাইভার এসোসিয়েশন' আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।

ট্যাক্সি চালকদের বিরূপ আচরণের প্রেক্ষিতে তিনি এ ধরনের মন্তব্য করেন। 

ওই অনুষ্ঠানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, আমি সমাজের সবার সুবিধার জন্য সবচেয়ে ভালো সমাধান বের করতে চাই।

আর এর পরপরই ১০-১২ জনের ট্যাক্সি চালকের একটি দল প্রধানমন্ত্রী মাহাথিরের বিরুদ্ধে আক্রমণাত্মক শব্দ ব্যবহার করে সেখান থেকে বেরিয়ে যায়।

মালয়েশিয়ার রাইড-শেয়ারিং প্রতিষ্ঠান গ্র্যাব নিয়ে নিজেদের অসন্তোষ প্রকাশের অংশ হিসেবে ট্যাক্সি চালকদের দলটি এমন আচরণ করেছে। দলটি মনে করছে, গ্র্যাবের কারণে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

সূত্র: চ্যানেল নিউজ এশিয়া

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে