মঙ্গলবার, ২৩ অক্টোবর, ২০১৮, ০২:০১:৪৩

রাস্তায় পড়ে ‘মৃত’ যুবক, ছুটছেন বান্ধবী, তার পরে অবাক কাণ্ড হল!

রাস্তায় পড়ে ‘মৃত’ যুবক, ছুটছেন বান্ধবী, তার পরে অবাক কাণ্ড হল!

আন্তর্জাতিক ডেস্ক: রাস্তায় পড়ে ‘মৃত’ যুবক, ছুটছেন বান্ধবী, তার পরে অবাক কাণ্ড হল! ৩০ সেপ্টেম্বর তোলা একটি ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে এক যুবক রাস্তায় লুটিয়ে পড়েছেন। পাশে পড়ে রয়েছে মোটরবাইক। পিছনেই একটি বাইক থেকে নেমে দৌড়চ্ছেন দুই যুবতী। পাশ থেকে দৌড়ে আসছেন ট্রাফিক পুলিশের কর্মীরা। তাঁরা যুবতীদের বলছেন, চরমতম পরিণতির জন্য তৈরি থাকতে। দূরে সরিয়ে দিচ্ছেন কান্নায় ভেঙে পড়া যুবতীদের।

ঠিক তখনই ঘটল কাণ্ডটি। উপুড় হয়ে পড়ে থাকা যুবকের দেহকে সোজা করতেই উঠে পড়লেন সেই যুবক। সবাইকে অবাক করে দিয়ে তিনি হাঁটু গেড়ে বসলেন। পকেট থেকে বের করলেন আংটির বাক্স। প্রোপোজ করলেন তাঁর বান্ধবীকে।

‘মৃত’ যুবকের বেঁচে ওঠাই শুধু নয়, এমন রোমান্টিক দৃশ্যের সাক্ষী থেকে হেসে ফেলেন আশপাশের লোকজন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘ডেইলি মেল’-এর প্রতিবেদন অনুযায়ী, ফিলিপিনসের সাউথ কোটাবাটোতে জেফ্ররি ডেলরিও নামে এই যুবক পথ দুর্ঘটনায় ‘মারা’ যাওয়ার অভিনয় করেন শুধু নিজের বান্ধবীর দৃষ্টি আকর্ষণ করতে।-এবেলা

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে