বুধবার, ২৪ অক্টোবর, ২০১৮, ০৯:০৩:৩৬

আশঙ্কা সত্যি করে আছড়ে পড়বে ঝড়

আশঙ্কা সত্যি করে আছড়ে পড়বে ঝড়

আন্তর্জাতিক ডেস্ক: ফের ঝড়ের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। বুধবার সকাল থেকেই আকাশ মেঘলা ছিল। সন্ধ্যার মধ্যেই সেই ঝড় আছড়ে পড়তে পারে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। ঝড়ের গতিবেগ হতে পারে ঘণ্টায় ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা। আশঙ্কা সত্যি করে আছড়ে পড়বে ঝড়।

দিল্লির মৌসম ভবন আগেই ২৪ তারিখ বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল। বৃষ্টির আশঙ্কা ছিল উত্তরবঙ্গের জেলাগুলিতে। বৃষ্টির সম্ভাবনা ছিল উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে। দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা ছিল না।

আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশকুমার দাস বলেন, “বাংলাদেশ এবং উত্তর ২৪ পরগণা লাগোয়া একটি স্থানীয় বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে। সেটাই ঝড় ডেকে আনতে পারে। সঙ্গে বৃষ্টির সম্ভাবনাও থাকছে। উত্তর ২৪ পরগণার লাগোয়া জেলাতেও এর সামান্য প্রভাব পড়তে পারে। তবে খোদ কলকাতায় এর কোনও পড়বে না।” ঝড়ের গতিবেগ প্রথমে ৩০ থেকে ৪০ কিলমিটার হতে পারে। পরে গতি বাড়িয়ে তা ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টায় আছড়ে পড়তে পারে। বজ্রপাতের সম্ভাবনাও থাকছে বলে জানাচ্ছে হাওয়া অফিস।-কলকাতা২৪

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে