বৃহস্পতিবার, ২৫ অক্টোবর, ২০১৮, ১০:৩৪:৩৮

ভারতের আকাশে ঢুকে পড়ল চীনা MI-17, তারপর...

ভারতের আকাশে ঢুকে পড়ল চীনা MI-17, তারপর...

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের আকাশসীমা লঙ্ঘন করে ভারতে ঢুকে পড়েছিল দুটি চীনা হেলকপ্টার। লাদাখের আকাশে চক্কর কেটে গিয়েছে সেই বিমান। সূত্রের খবর অন্তত ১০ মিনিট ধরে তারা ছিল ভারতের আকাশে। তারপর ফের নিজের দেশে ফিরে যায়।

গত ২৭ সেপ্টেম্বর এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। এর আগের মাসেই অর্থাৎ ২৭ অগস্টেও একই ঘটনা ঘটেছিল। লাদাখ এলাকায় ঢুকে পড়েছিল চিনা বাহিনী। ভারতের আকাশে দুটি চীনা MI-17 হেলিকপ্টারকে চিহ্নিত করেচিল আইটিবিপি। সেই দুটি হেলিকপ্টারও পাঁচ মিনিট ধরে চক্কর কেটেছিল ভারতের আকাশে।

এমনিতেই গত বছরের ডোকলাম সংঘাতের পর থেকে ভারত ও চীনের সম্পর্ক চড়াই-উতরাই পেরিয়ে এগোচ্ছে।

এদিকে, কিছুদিন আগেই একই ঘটনা ঘটেছে পাক সীমান্তে। ভারতের আকাশে একটি পাক হেলিকপ্টার ঢুকে পড়তে দেখা যায়। সেনাবাহিনীর পক্ষ থেকে পাকিস্তানি হেলিকপ্টারটি লক্ষ্য করে গুলিবর্ষণ করে নামানোর চেষ্টা হলে সেটি পাক আকাশসীমায় চলে যায়।

পরে জানা যায়, পাকিস্তানের যে চপারটি ভারতের আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ে তাতে নাকি ছিলেন পাক অধিকৃত কাশ্মীরের প্রধানমন্ত্রী রাজা ফারুক হায়দার। আর কপ্টারটি ভারতে ঢোকেনি বলে দাবি করে পাকিস্তান। তাদের দাবি, নিয়ন্ত্রণরেখার কাছাকাছি আসতেই চপারটিকে গুলি করে নামানোর চেষ্টা করে ভারত।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে