শুক্রবার, ২৬ অক্টোবর, ২০১৮, ০৭:১৩:৩১

জানেন কেন ১০ কোটি পরিবারকে নিজে চিঠি লিখবেন নরেন্দ্র মোদী?

জানেন কেন ১০ কোটি পরিবারকে নিজে চিঠি লিখবেন নরেন্দ্র মোদী?

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের সবথেকে বড় হেল্থ স্কিম লঞ্চ করেছেন নরেন্দ্র মোদী। ১২৫ কোটির দেশের অন্তত ৫০ কোটি মানুষ পাবেন এই সুবিধা। অথচ অনেকেই এই স্কিম সম্পর্কে জানেন না। তাই সেইসব পরিবারকে হেল্থ স্কিম সম্পর্কে জানাতে এবার নতুন উদ্যোগ নিলেন প্রধানমন্ত্রী। তিনি নিজে এবার চিঠি লিখবেন দেশের সেইসব পরিবারগুলির উদ্দেশে।

কার্যত গোড়া থেকে সমস্যার সমাধান চাইছেন মোদী। এই চিঠির মাধ্যমে ১০ কোটি পরিবারকে স্কিমের বিষয়ে জানাবেন তিনি। নীতি আয়োগের সদস্য বিনোদ কে পাল বলেন, ”এটি একটি বড়সড় পদক্ষেপ।” এই স্কিম সঠিকভাবে কার্যকর হলে বহু মানুষ কাজ পাবেন বলেও জানিয়েছেন তিনি।

১০ কোটি পরিবারের ৫০কোটি মানুষ ১৩৫০ ধরনের অসুস্থতার চিকিৎসা করাতে পারবে৷ এই প্রকল্পের ফলে বিভিন্ন অসুখে বেসরকারি হাসপাতালে চিকিৎসাও কম খরচে হবে৷

সাধারণ মানুষ যাতে কম খরচে ভাল স্বাস্থ্য পরিষেবা পায় তার জন্য এই ঘোষণা করেছেন নরেন্দ্র মোদী। এই প্রকল্প চালু হলে নতুন করে কয়েক হাজার কর্মসংস্থান হবে বলেই আশা করা হচ্ছে।-কলকাতা২৪

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে