রবিবার, ২৮ অক্টোবর, ২০১৮, ১২:৫২:২৫

ফলোয়ার দিয়ে বিনামূল্যে খাবার মিলবে রেস্তোরাঁয়

ফলোয়ার দিয়ে বিনামূল্যে খাবার মিলবে রেস্তোরাঁয়

আন্তর্জাতিক ডেস্ক: বিনা পয়সায় খাবার দেবে মিলানের এক রেস্তোরাঁ। ‘দিস ইজ নট আ সুশি বার’ নামে ইতালির মিলানের একটি রেস্তোরাঁ দিচ্ছে এই অভিনব অফার। অবশ্য এজন্য করতে হবে সহজ একটি কাজ।

আপনি যদি সামাজিক মাধ্যমে জনপ্রিয় হন, তা হলে আপনাকে এই রেস্তোরাঁয় টাকা দিতে হবে না। রেস্তোরাঁর কর্মীদের শুধু বলে দিতে হবে আপনার ইনস্টাগ্রামের ফলোয়ারের সংখ্যা কত।

রেস্তোরাঁয় ঢুকতেই নাকি জিজ্ঞাসাই করা হয়, ‘আপনি কী দিয়ে পেমেন্ট করবেন? নগদ টাকা, কার্ড নাকি ইনস্টাগ্রাম?’ অর্থাৎ, যাঁর যে রকম ফলোয়ারের সংখ্যা, তাঁর সেই রকমই বিনা পয়সায় ভোজ মিলবে।

ইনস্টাগ্রামে ১ হাজার থেকে ৫ হাজার ফলোয়ার হলে মিলবে এক প্লেট সুশি। ৫ হাজার থেকে ১০ হাজার হলে মিলবে দু’প্লেট সুশি। ১০ হাজার থেকে ৫০ হাজার ফলোয়ার হলে ৪ প্লেট ও ৫০ হাজার থেকে ১ লাখ ফলোয়ার হলে মিলবে ৮ প্লেট সুশি। আর এক লাখের বেশি ফলোয়ার হলে তো পুরো খাবারই বিনা পয়সায় খাওয়া যাবে এই জাপানি খাবারের রেস্তোরাঁয়।

অফারটি নিতে আর একটু খাটতে হবে। ‘দিস ইজ নট আ সুশি বার’-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লাইক দিতে হবে আর সেই রেস্তোরাঁর একটি ছবি তুলে #দিসইজনটআসুশিবার ট্যাগ দিয়ে নিজের অ্যাকাউন্ট থেকে সেই ছবিটি পোস্ট করতে হবে। তা হলেই বিনা পয়সায় মিলবে সুশি ও সাশিমি।

এ বিষয়ে রেস্তোরাঁটির মালিক মাতেও পিত্তারেলো বলছেন, ‘এটা ক্রেতাদের সঙ্গে সংযোগ বাড়ানোর একটি পদ্ধতি। এই অভিনব পদ্ধতিতে ব্যবসা বাড়ছে, সেই সঙ্গে ক্রেতাদের অংশগ্রহণও সুনিশ্চিত করছি আমরা।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে