রবিবার, ২৮ অক্টোবর, ২০১৮, ০১:১৫:৪৩

নিজ সন্তানদের শুধু কোকাকোলা খাওয়ানোর অপরাধে পিতার জেল! জানুন এর আসল ঘটনাটি?

নিজ সন্তানদের শুধু কোকাকোলা খাওয়ানোর অপরাধে পিতার জেল! জানুন এর আসল ঘটনাটি?

আন্তর্জাতিক ডেস্ক: নিজ সন্তানদের শুধুমাত্র কোকাকোলা খাইয়ে রাখার অপরাধে ফ্রান্সে এক ব্যক্তিকে ৩ মাসের কারাদন্ড দেয়া হয়েছে। ফ্রান্সের মধ্যাঞ্চলীয় লিমোজেস শহরে এ ঘটনা ঘটে ।

অভিযুক্ত ব্যক্তি মধ্যপায়ী এবং স্ত্রী ও সন্তানের প্রতি সহিংস ছিল বলেও জানা গেছে। মাসিক সরকারী কল্যাণ ভাতা হিসেবে পাওয়া সমুদয় অর্থ ঐ ব্যক্তি এ্যালকোহলের পেছনে ব্যয় করত এবং প্রায় সারা মাস তাদের কোকাকোলা ও কেক খেয়ে জীবন বাঁচাতে হত।

প্রতিনিয়ত কোকাকোলা ও কেক খাওয়ার ফলে তার চার বছর বয়সী বড় ছেলেটির ৭টি দাঁত পড়ে গেছে এবং দুই বছর বয়সী ছোট ছেলেটি শারীরিক দুর্বলতার জন্য কথাই বলতে পারেনা ।

লিমোজেস শহরের ডেপুটি পাবলিক প্রসিকিউটর ব্রুনো রোবিনেতের বলেন, অভিযুক্ত ব্যক্তির বাসায় গিয়ে বোঝা যায় পরিবারটির কি নিদারুণ আর্থিক দুরবস্থা! বাসায় নেই কোনও রেফ্রিজারেটর, এমনকি শিশুদের জন্য কোন খেলনা ও নেই । জাজিম ও কভার ছাড়া একটি খাঁটে ঘুমাচ্ছিল দুই শিশু ।

ফ্রেঞ্চ ভিকটিমস ৮৭ নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধি কার্লো পাপন বলেন, এ পিতা এতটাই নেশাক্ত ছিল যে সে লিখতে, পড়তে, গুনতে এমনকি পরিস্থিতি গুরুত্বের সঙ্গে নিতেও জানে না। কল্যাণ ভাতা হিসেবে পাওয়া অর্থের পুরোটাই সে মদের পেছনে খরচ করত।

স্ত্রী ও সন্তানদের সঙ্গে অতি জঘন্য আচরণের জন্য লিমোজেসের একটি আদালত ওই ব্যক্তিকে তিন মাসের জেল হেফাজতের নির্দেশ দেয়। স্ত্রী ও দুই সন্তানকে উদ্ধার করে সেফহোমে রাখা হয়েছে এবং তাদের পর্যাপ্ত ও সঠিক পরিমাণে মাংস-সবজি খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে