রবিবার, ২৮ অক্টোবর, ২০১৮, ০১:৪১:৫৭

চূড়ান্ত হুঁশিয়ারি এরদোগানের

চূড়ান্ত হুঁশিয়ারি এরদোগানের

আন্তর্জাতিক ডেস্ক: তুর্কি সীমান্তে যারা ঝুঁকি সৃষ্টিকারী গেরিলাদের জন্য চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এ বক্তব্যের মাঝদিয়ে তিনি মূলত সিরিয়ার উত্তরাঞ্চলে তৎপর মার্কিন সমর্থিত কুর্দি গেরিলাদের বুঝিয়েছেন।  

শুক্রবার রাজধানী আঙ্কারায় ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভলপমেন্ট পার্টি বা একেপির প্রাদেশিক নেতাদের উদ্দেশে দেয়া বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন। 

এরদোগান বলেন, মানবিজ শহরের চেয়ে তুরস্ক ফোরাত নদীর পূর্ব উপকূলে তৎপর কুর্দি পিপল’স প্রোটেকশন ইউনিট বা ওয়াইপিজি গেরিলাদের দিকেই বেশি নজর দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

এর আগে চলতি মাসের প্রথম দিকে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছিলেন, ফোরাত নদীর পূর্ব উপকূলে সন্ত্রাসীদেরকে মদদ দিয়ে আমেরিকা সিরিয়ার ভেতরে আরেকটি রাষ্ট্র তৈরি করতে চায় আমেরিকা।  

সিরিয়ায় তৎপর ওয়াইপিজি কুর্দি গেরিলাদের তুরস্ক পিকেকে’র অংশ মনে করে এবং নিজের সীমান্তে জন্য বিরাট হুমকি হিসেবে দেখে থাকে। এসব গেরিলাদের আমেরিকা দীর্ঘদিন থেকে মদদ দিয়ে আসছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে