মঙ্গলবার, ৩০ অক্টোবর, ২০১৮, ০১:২১:০৯

কেউ বেঁচে নেই

কেউ বেঁচে নেই

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ায় সাগরে বিধ্বস্ত হওয়া যাত্রীবাহী বিমানের ১৮৯ যাত্রীর কেউ বেঁচে নেই। উদ্ধারকারী সংস্থার অপারেশনাল ডিরেক্টর সূর্য বামবাং এ তথ্য জানিয়েছেন।
সূর্য বামবাং বরেন, লায়ন এয়ারলাইন্সের বিমানে ১৮৯ জন আরোহী ছিলেন এবং এদের কেউ বেঁচে নেই বলেই মনে হচ্ছে। কারণ অনেকের লাশ বহুদূরে পাওয়া গেছে। এখন আমাদের জন্য প্রয়োজন হচ্ছে বিমানের মূল ধ্বংসাবশেষ খুঁজে বের করা।

সোমবার স্থানীয় সময় সকাল ৬টা ২০ মিনিটে জাকার্তা থেকে উড্ডয়ন করা ৭৩৭ বোয়িং বিমানটি এক ঘণ্টা পর ৭টা ২০ মিনিটে পাংকাল মিনাং বিমানবন্দরে অবতরণের কথা ছিল।

কিন্তু উড্ডয়নের ১৩ মিনিট পর থেকে এটির সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ বন্ধ হয়ে যায়। এরপরই এটি জাকার্তা উপকূলে বিধ্বস্ত হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে