মঙ্গলবার, ৩০ অক্টোবর, ২০১৮, ০৩:৫০:৪২

'খবরটা আগেই ফাঁস হয়েছে'

'খবরটা আগেই ফাঁস হয়েছে'

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের আগামী প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আমন্ত্রণ জানানো হয়েছে। কিন্তু সেই আমন্ত্রণ ফিরিয়ে দিয়েছে ওয়াশিংটন।

বিষয়টি নিয়ে গণমাধ্যমে বেশ আলোচনা হচ্ছে। এ নিয়ে ভারত বেশ কিছুটি বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে। ভারতের প্রেসিডেন্ট অফিস বিষয়টি নিয়ে কোনো মন্তব্য না করলেও বিভিন্ন সরকারি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

ভারত তার প্রজাতন্ত্র দিবসে প্রতি বছর কোনও বিদেশি রাষ্ট্রপ্রধান বা সরকারপ্রধানকে বিশেষ সম্মান দেখাতে আমন্ত্রণ জানিয়ে থাকে। বারাক ওবামা যখন মার্কিন প্রেসিডেন্ট তখন তিনি ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।

কিন্তু বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে সেই দাওয়াত ফিরিয়ে দেবেন তা কিন্তু দিল্লির কল্পনার বাইরে ছিল।

এ বিষয়ে দেশটির সাবেক পররাষ্ট্র সচিব কানওয়াল সিবাল বলেন, আসলে অনেক ভাল হত এই আমন্ত্রণ জানানোর কথা ঘোষণাই না-করা হলে। তাহলে জবাবটা 'না' হলেও তা নিয়ে কোনও হইচই হত না। এধরনের ক্ষেত্রে সাধারণত আগে অনানুষ্ঠিকভাবে জেনে নেওয়া হয়, সেই বিদেশি অতিথি আসতে পারবেন কি না - তারপরই আনুষ্ঠানিক আমন্ত্রণ পাঠানো হয়।

তিনি বলেন, কিন্তু এখানে খবরটা আগেভাগেই ফাঁস হয়েছে, এবং বিষয়টা অবশ্যই অন্যভাবে সামলানো উচিত ছিল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে