মঙ্গলবার, ৩০ অক্টোবর, ২০১৮, ১১:৩৬:৫৯

শক্তিশালী হচ্ছে ঘূর্ণাবর্ত! ৪৮ ঘন্টায় আরও ‘ভয়াবহ’ হবে পরিস্থিতি

শক্তিশালী হচ্ছে ঘূর্ণাবর্ত! ৪৮ ঘন্টায় আরও ‘ভয়াবহ’ হবে পরিস্থিতি

আন্তর্জাতিক ডেস্ক: শক্তিশালী হচ্ছে ঘূর্ণাবর্ত! ৪৮ ঘন্টায় আরও ‘ভয়াবহ’ হবে পরিস্থিতি। আগামী ৪৮ ঘণ্টাতেও সপ্তাহের বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘূর্ণাবর্তটি এখনও মধ্য পশ্চিম বঙ্গোপসাগরেই রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

সপ্তাহের শুরুটা বৃষ্টি দিয়েই শুরু হয়েছিল। দিন তিনেক আগেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছিল হাওয়া অফিস। বঙ্গোপসাগরের উপর ঘূর্ণাবর্ত আগামী ২৪ ঘণ্টায় নিম্নচাপে পরিনত হবে। তবে ঘূর্ণাবর্তই বৃষ্টির মূল কারণ হয়ে দাঁড়াবে বলে জানাচ্ছেন আবহবিদরা।

আবহবিদরা জানাচ্ছেন ঘূর্ণাবর্তটি বর্তমানে মধ্য-পশ্চিম বঙ্গোপসাগরের উপর অবস্থান করছে। সমুদ্রপৃষ্ঠ থেকে ২.১ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত রয়েছে এটি। এর জেরে আগামী ২৪ ঘণ্টায় একটি নিম্নচাপ তৈরি হবে মধ্য-পশ্চিম বঙ্গোপসাগর এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর। এর জেরেই সোমবার বৃষ্টির মাধ্যমে সপ্তাহের শুরু হতে পারে। মঙ্গল এবং বুধবারে বৃষ্টি হতে পারে হাওড়া,হুগলী,উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। মেদিনীপুর ও ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সতর্কতা জারি করা হয়েছে শুধুমাত্র উপকূলীয় জেলাগুলিতে।

কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম, সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি। বাতাসে জ্বলীয় বাষ্পের পরিমাণ সর্বোচ্চ ৮৮শতাংশ, সর্বনিম্ন ৬৯ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস থেকে সর্বনিম্ন ২২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। অলিপুরে বৃষ্টির পরিমাণ ১মিলিমিটার।-কলকাতা২৪

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে