সোমবার, ০৫ নভেম্বর, ২০১৮, ০২:৫৩:৪১

মুকেশ আম্বানি কন্য ইশার বিয়ের আমন্ত্রণ পত্র দেখলে চোখ ধাঁধিয়ে যাবে

মুকেশ আম্বানি কন্য ইশার বিয়ের আমন্ত্রণ পত্র দেখলে চোখ ধাঁধিয়ে যাবে

আন্তর্জাতিক ডেস্ক: মুকেশ আম্বানি কন্যা ইশা আম্বানির বিয়ের অনুষ্ঠান বলে কথা, তাতে যে আড়ম্বরের আতিশয্য থাকবে সেটাই স্বাভাবিক নয় কি? তবে শুধু ইশা কেন আনন্দ পরিমলও কম কি যায়! শিল্পপতি অজয় পরিমলের পুত্র তিনি। তাই ইশা-আনন্দের বিয়ে আড়ম্বর থাকছেই।

গত সেপ্টেম্বর মাসেই ইতালির লেক কোমোতে ঘটা করে বাগদান অনুষ্ঠান হয়। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বি-টাউনের তারকা থেকে শুরু করে ক্রিকেট ও সঙ্গীত জগতের তারকারা। এবার বিয়ের অনুষ্ঠান শুরুর  পালা। 

শোনা আচ্ছে, ইশা আম্বানি এবং আনন্দ পিরামলের বিয়ের সঙ্গীত অনুষ্ঠানে নাকি হাজির থাকবেন হলিউডের জনপ্রিয় গায়িকা বেয়ন্সে। ৮ থে ৯ ডিসেম্বর রাজস্থানের উদয়পুরেই নাকি বসবে ইশা এবং আনন্দের বিয়ের আসর, যেখানে হাজির থাকবেন বলিউডের তাবড় সেলেবরাও। সম্প্রতি মেয়ের বিয়ের প্রথম নিমন্ত্রণ পত্র নিয়ে মুম্বইয়ে সিদ্ধি বিনায়ক মন্দিরে যান নীতা আম্বানি ও মুকেশ আম্বানি। তবে সেসময় সেই নিমন্ত্রণ পত্র লাল কাপড়ে ঢাকা ছিল, সেটা দেখা যায়নি। তবে এবার প্রকাশ্যে এসেছে ইশা ও আনন্দের বিয়ের নিমন্ত্রণ পত্র। যা দেখলে চোখ ধাঁধিয়ে যাবে বৈকি। 

ইশা-আনন্দের বিয়ের আমন্ত্রণ পত্র বেশ রাজকীয়। পুরোটাই সোনার। এটা কোনো কাগজ নয়, সোনার একটা বাক্স। যা খুললেই দেখা যাচ্ছে গায়েত্রী মায়ের ছবি। 

প্রসঙ্গত আগামী ৮ থেকে ৯ তারিক উদয়পুরে ইশা ও আনন্দের বিয়ের অনুষ্ঠানের পর ১২ ডিসেম্বর মুম্বইতে হচ্ছে তাঁদের রিসেপশন পার্টি।-জিনিউজ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে