মঙ্গলবার, ০৬ নভেম্বর, ২০১৮, ০২:২০:৩৫

আকাশে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ!

আকাশে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ!

আন্তর্জাতিক ডেস্ক: কানাডার রাজধানী অটোয়ার পশ্চিমে অন্টারিও এলাকায় মাঝআকাশে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একটি বিমান দুমড়েমুচড়ে পড়ে এবং পাইলট নিহত হয়েছেন।

খবরে বলা হয়েছে, রোববার স্থানীয় সময় ভোরে অটোয়ার ১৮ মাইল পশ্চিমে অন্টারিওর কার্প এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

টুরবোপ্রোপ পিপার পিএ-৪২ ও সেসনা এয়ারক্রাফটের দুটি বিমানের মধ্যে এ সংঘর্ষ হয়। খবর এনডিটিভি ও খালিজ টাইমসের।

স্থানীয় পুলিশ সূত্র জানিয়েছে, সংঘর্ষের সঙ্গে সঙ্গে সেসনা বিমানটি দুমড়েমুচড়ে স্থানীয় একটি মাঠে পড়ে যায়। পরে ঘটনাস্থল থেকে বিমানটির পাইলটের মরদেহ উদ্ধার করা হয়। ওই বিমানে তিনি ছাড়া আর কোনো যাত্রী ছিলেন না।

কানাডা পরিবহনের এক মুখপাত্র, সংঘর্ষের পর টুরবোপ্রোপ পিপার পিএ-৪২-এর রুট পরিবর্তন করে অটোয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পাঠিয়ে দেয়া হয় এবং সেখানে নিরাপদে অবতরণ করে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে