মঙ্গলবার, ০৬ নভেম্বর, ২০১৮, ০২:৩২:৩১

বাবার লাশ কবর দেয়ার আকুতি খাশোগির ছেলেদের

বাবার লাশ কবর দেয়ার আকুতি খাশোগির ছেলেদের

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের সৌদি কনস্যুলেটে হত্যার শিকার রাজতন্ত্রবিরোধী সাংবাদিক জামাল খাশোগির লাশের সন্ধান চেয়েছেন তার দুই ছেলে।

সিএনএনকে দেয়া এক আবেগঘন সাক্ষাৎকারে গত রোববার খাশোগির দুই ছেলে সালাহ খাশোগি ও আব্দুল্লাহ খাশোগি বলেন, বাবার লাশটি অন্তত কবর দিতে দিন আমাদের। খবর আলজাজিরার।
বড় ছেলে সালাহ খাশোগি বলেন, আমরা মদিনায় জান্নাতুল বাকি কবরস্থানে পরিবারের অন্যদের কবরের পাশে বাবাকে দাফন করতে চাই।

এ নিয়ে সালাহ সৌদি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন বলেও জানান। তিনি আশা করছেন, সৌদি কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেবে। খাশোগি হত্যার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক উপদেষ্টা ও জামাতা জারেড কুশনার এবং ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনের সঙ্গে ফোনে বিষয়টি নিয়ে কথা বলেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এ সময় তিনি বলেন, খাশোগি ‘মুসলিম ব্রাদারহুডের সমর্থক’ ও ‘ভয়ঙ্কর ইসলামপন্থী’ ছিলেন।

গত ২ অক্টোবর তুরস্কে সৌদি কনস্যুলেটে গিয়ে গুম হওয়ার পর এক মাস পর এই প্রথম জামাল খাশোগির পরিবার বিষয়টি নিয়ে মুখ খুলল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে