রবিবার, ১১ নভেম্বর, ২০১৮, ১০:১৫:৩৩

শ্রেণীকক্ষের প্রজেক্টর স্ক্রিনে তাকিয়েই মুখ ঢাকল শিক্ষার্থীরা!

শ্রেণীকক্ষের প্রজেক্টর স্ক্রিনে তাকিয়েই মুখ ঢাকল শিক্ষার্থীরা!

আন্তর্জাতিক ডেস্ক: শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের পাঠদানের জন্য আধুনিক সংযোজন হলো প্রজেক্টর। এর মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে তথ্যবহুলভাবে পাঠদান করতে পারেন শিক্ষক। কিন্তু তাইওয়ানের একটি কলেজে ক্লাস চলাকালীন সময় প্রজেক্টর স্ক্রিনে যা ফুটে উঠল, তা দেখে লজ্জা মুখ ঢাকতে বাধ্য হলো শিক্ষার্থীরা! 

'দ্য মিরর' জানিয়েছে, ঘটনাটি তাইওয়ানের নিউ তাইপেই সিটির একটি কলেজের। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, এক শিক্ষক ভরা ক্লাসে প্রজেক্টরের মাধ্যমে একটি ভিডিও চালান। তার পরেই পর্ন ক্লিপ চালু হয়ে যায়। যা দেখে হাসিঠাট্টায় মেতে ওঠেন ক্লাসে উপস্থিত ছাত্র-ছাত্রীরা। এক পর্যায়ে ব্ল্যাকবোর্ডে কিছু লিখতে থাকা শিক্ষকের নজর যায় প্রজেক্টর স্ক্রিনে। সাথে সাথে তিনি ভিডিওটি বন্ধ করে দেন।

কিন্তু ক্লাসে উপস্থিত কোনো এক শিক্ষার্থী পুরো ঘটনার ভিডিও আপলোড করে দেন সোশ্যাল সাইটে। তার পরেই ২০ সেকেন্ডের এই ভিডিওটি ভাইরাল হয়ে যায়। যাতে দেখা যায়, পর্ন ক্লিপ দেখে বই দিয়ে মুখ ঢাকছেন অনেকেই। এই ঘ্টনায় ওই শিক্ষকের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা হয়েছে কিনা তা এখনও জানা যায়নি।

তবে এটাই প্রথম নয়। এর আগেও বেশ কয়েকবার এমন ঘটনা সামনে এসেছে। এ বছরের সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে কানাডার টোরান্টো বিশ্ববিদ্যালয়েও একই ঘটনা ঘটেছিল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে