শুক্রবার, ২৩ নভেম্বর, ২০১৮, ০৫:৩২:৪৩

‘হাফিজ সইদকে ধরার ক্ষমতা ভারতীয় সেনার নেই’

‘হাফিজ সইদকে ধরার ক্ষমতা ভারতীয় সেনার নেই’

আন্তর্জাতিক ডেস্ক: সেনাপ্রধান বিপিন রাওয়াত একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ওসামা বিন লাদেনের মতো অপারেশন চালানোর ক্ষমতা ভারতীয় সেনার রয়েছে আবার মুম্বই হামলার অভিযুক্তদের বিরুদ্ধেও পদক্ষেপ নিতে পারে৷

সেনাপ্রধানের এই বক্তব্যে কংগ্রেস নেতা পি চিদম্বরম বলেন, হাফিজ সইদকে টার্গেট করার ক্ষমতা ভারতের কাছে নেই৷ আর তাঁর এই বক্তব্যে ভারতীয় সেনাদের ক্ষমতাকে তিনি অপমান করেছেন বলে বিতর্কের সূত্রপাত৷

কংগ্রেসের সিনিয়র নেতা চিদম্বরম আরও বলেন, মুম্বই হামলার পর হাফিজ সইদ পাকিস্তানের করাচিতে নিরাপদে রয়েছে এবং স্বাধীনভাবে সেখানে ঘুরে বেড়াচ্ছে৷ কিন্তু আমাদের কাছে সেই ক্ষমতা নেই, যে ক্ষমতার ওপর ভরসা করে ওসামা বিন লাদেনকে পাকিস্তানের আবোটাবাদে আমেরিকা খতম করেছিল৷

এক সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সেনাপ্রধান বিপিন রাওয়াত জানান, আমাদের কাছে আমেরিকার মতো উপায় অবলম্বনেরও সুযোগ আছে, কিন্তু সেই সঙ্গে আমাদের কাছে অন্যান্য সুযোগও রয়েছে৷

তিনি আরও বলেন, আমেরিকার মতো পথ বেছে নিয়ে আমরা অভিযানে নেমে পড়তে পারি, কিন্তু সরকার অন্য পথ অনুসরণ করেই এগোতে চাইছে এক্ষেত্রে৷ আপনারা দেখতে পাচ্ছেন পাকিস্তান কেমন একঘরে হয়ে গিয়েছে৷

এর পাশাপাশি পাকিস্তানের বারবার যুদ্ধবিরতি চুক্তিলঙ্ঘন প্রসঙ্গে তিনি বলেন, সিজফায়ার ভায়োলেশনের মাধ্যমে পাকিস্তান ভারতে জঙ্গি অনুপ্রবেশে সাহায্য করছে৷ অন্যদিকে, সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে তিনি বলেন, পাকিস্তানের কাছে বার্তা পাঠাতেই এই পদক্ষেপ৷

তাদেরকে এটাই বোঝাতে চাওয়া হয়েছে যে, তারা যদি সন্ত্রাসবাদ বন্ধ না করে তাহলে আমরাও সীমান্ত অতিক্রম করতে পিছপা হব না৷ সন্ত্রাবাদী হামলা হলে আমরাও তার জবাব দেব৷-কলকাতা২৪

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে