শনিবার, ২৪ নভেম্বর, ২০১৮, ০৬:৪২:০৫

চেকিং দেখেই গাড়ি ফেলে পগার পার, দরজা খুলে চোখ কপালে পুলিশের!

চেকিং দেখেই গাড়ি ফেলে পগার পার, দরজা খুলে চোখ কপালে পুলিশের!

শাজাহান আলি, ঝাড়গ্রাম: চেকিং দেখেই গাড়ি ফেলে পগার পার, দরজা খুলে চোখ কপালে পুলিশের! সকাল থেকেই দাঁড়িয়ে ছিল পরিত্যক্ত গাড়িটি। সেই যে কখন চালক এবং আরোহীরা নেমে চলে গিয়েছে, তার পর থেকে তাদের আর খোঁজ নেই। সন্দেহ হওয়ায় পুলিশ এসে গাড়ি খুলতেই ভিতর থেকে উদ্ধার হল প্রচুর পরিমাণে গাঁজা। 

ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর বাজারে। এ দিন সকাল থেকেই বিভিন্ন গাড়ি এবং বাইকে রুটিন তল্লাশি চালাচ্ছিল পুলিশ। বাইক থেকে আরম্ভ করে সমস্ত যানবাহনই পরীক্ষা করছিলেন পুলিশকর্মীরা। তখনই স্থানীয় বাসিন্দারা খেয়াল করেন, দীর্ঘক্ষণ একটি মারুতি গাড়ি পরিত্যক্ত অবস্থায় রাস্তার একপাশে দাঁড় করানো রয়েছে। 

প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, সকালেই পুলিশ চেকিংয়ের সময়ে গাড়ি দাঁড় করিয়ে চালক-সহ আরোহী ওই গাড়ি থেকে নেমে চলে যায়। তার পর থেকে তাদের আর কোনও খোঁজ ছিল না। ঘণ্টার পর ঘণ্টা গাড়িটি ওইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। তাঁরাই তখন পুলিশকে খবর দেন। এর পরে পুলিশ এসে গাড়িটি খোলে। 

দেখা যায়, গাড়ির ভিতরে রয়েছে একটি বস্তা ও বেশ কয়েকটি বড় বড় প্যাকেট। যা খুলতেই পুলিশের চক্ষু চড়কগাছ। বস্তা এবং প্যাকেটের মধ্যে থেকে উদ্ধার হয় প্রচুর পরিমাণে গাঁজা। তখনই বোঝা যায়, পুলিশি তল্লাশির ভয়ে গাড়ি ফেলে পালিয়েছে পাচারকারীরা।

গোপীবল্লভপুরের ওই এলাকা থেকে ওড়িশা সীমান্ত কাছেই। ওই সীমানা হয়েই নিষিদ্ধ সামগ্রীর পাচার, অবৈধ কাজকর্ম রুখতে পুলিশ রুটিন তল্লাশি চালায়। গাঁজা ভর্তি এই গাড়িটিও ওড়িশা থেকেই এই রাজ্যে ঢুকছিল বলে পুলিশ মনে করছে। পুলিশ গাড়িটি উদ্ধার করে তদন্ত শুরু করেছে।-এবেলা

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে