রবিবার, ২৫ নভেম্বর, ২০১৮, ১১:২৪:৪৭

মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর ভূয়সী প্রশংসা করে যা বললেন হিন্দু ধর্মীয় গুরু

মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর ভূয়সী প্রশংসা করে যা বললেন হিন্দু ধর্মীয় গুরু

আন্তর্জাতিক ডেস্ক: ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ভারতের হিন্দু ধর্মীয় গুরু পন্ডিত শ্রী আচার্য প্রমোদ কৃষ্ণ মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর ভূয়সী প্রশংসা করে বলেছেন, ‘ইসলামই শান্তির ধর্ম। সন্ত্রাসী মুসলিম হতে পারে না।যে ধর্মের নবী সহিংসতা পছন্দ করেন না সে ধর্মের অনুসারীরা সন্ত্রাসী হতে পারে না।’

তিনি আরো বলেন, ‘একজন সন্ত্রাসী কীভাবে নিজেকে মুসলিম বলে পরিচয় দিতে পারে? যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সব সময় সহিংসতা বন্ধ করে শান্তির প্রচার করতেন। কারণ তিনি সহিংসতা অপছন্দ করতেন।’

মুসলামদের সালাম দেয়ার রীতির প্রশংসা করে তিনি বলেন, ‘মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুসলমানদেরকে পরস্পরের সাক্ষাতে সালামের প্রচলন শিখিয়েছেন। আর সালামের অর্থই হলো- আপনার ওপর শান্তি বর্ষিত হোক।’

তিনি আরো বলেন, ‘ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শুধু মুসলমানদের জন্য নয় বরং হিন্দুদের জন্যও তিনি এক উজ্জ্বল আদর্শ।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে