বৃহস্পতিবার, ২৯ নভেম্বর, ২০১৮, ১১:৫৩:৫০

গ্রেফতার হতে পারেন সৌদি যুবরাজ!

গ্রেফতার হতে পারেন সৌদি যুবরাজ!

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে সাংবাদিক খাশোগি হত্যাসহ যুদ্ধাপরাধের মামলা করতে যাচ্ছে আর্জেন্টিনা। সোমবার আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) জানিয়েছে, ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের হামলায় তার ভূমিকার কারণে ওই তদন্ত করা হবে।

গতকাল মঙ্গলবার গার্ডিয়ানের প্রতিবেদনে এই তথ্য দেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনে আগ্রাসন চালিয়ে হাজার হাজার বেসামরিক মানুষ হত্যা,সৌদি নাগরিকদের ওপর অত্যাচার-নিপীড়ন এবং সর্বশেষ সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার নির্দেশ দেয়ায় যুদ্ধাপরাধের দায়ে তাকে কাঠগড়ায় দাঁড় করানোর চিন্তা করছে আর্জেন্টিনা কর্তৃপক্ষ।

ইতিমধ্যেই মামলার প্রস্তুতি নিচ্ছেন দেশটির আইনজীবীরা। খাশোগি হত্যার পর প্রথম বিদেশ সফরের অংশ হিসেবে চলতি সপ্তাহে আর্জেন্টিনায় জি-২০ সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে যুবরাজের। সম্মেলনে যোগ দিতে বুয়েন্স আয়ার্সে পৌঁছালেই গ্রেপ্তার হতে পারেন তিনি।

৩০ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া জি-২০ সম্মেলনকে সামনে রেখে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সাক্ষাৎ পেতে তাকে ফোন করে অনুরোধ করেছেন যুবরাজ। বুয়েন্স আয়ার্সে অনুষ্ঠেয় জি-২০ সম্মেলনে এ সাক্ষাৎ চাচ্ছেন তিনি। যুবরাজের ফোনের খবর নিশ্চিত করেছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্রমন্ত্রী মেদলুভ কাভুসোগলু এক বিবৃতিতে বলেন, ‘সৌদি যুবরাজ এরদোয়ানকে ফোনে অনুরোধ করে বলেছেন বুয়েন্স আয়ার্সে তাদের সাক্ষাৎ সম্ভব কিনা।’ জবাবে এরদোয়ান বলেছেন, ‘দেখা যাক কি হয়।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে