শনিবার, ০১ ডিসেম্বর, ২০১৮, ১২:৩০:০৯

নতুন বিপদে ইমরান খান

নতুন বিপদে ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক: নতুন বিনিয়োগ হওয়ায় পাকিস্তান উন্নয়নের পথে হাঁটছে বলে দাবি দেশটির সরকারের। এ জন্য নতুন ইমরান খানের সরকার ক্ষমতায় আসার ‘১০০ দিন’ বেশ ঘটা করেই উদযাপন করা হয়। কিন্তু ‘১০০ দিন’ উদযাপনের ঠিক পরদিনই শুরু হয়েছে বিপত্তি।

বৃহস্পতিবার থেকে পাকিস্তানে হঠাৎ করেই মুদ্রামানের ব্যাপক দরপতন হয়েছে। শুক্রবার পাকিস্তানের বাজারে ১ ডলারের বিনিময়ে মূল্য ছিল ১৪৪ রুপি (পাকিস্তানি)। পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে বেশি দরপতন ছিল এটি।

স্টেট ব্যাংক অব পাকিস্তানের এক কর্মকর্তা জানান, শেয়ারবাজারের কারবারিরা আতঙ্কগ্রস্ত হওয়ার কারণেই মুদ্রার ক্রমাগত পতন হচ্ছে। এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

এক্সচেঞ্জ কোম্পানিজ অ্যাসোসিয়েশন অব পাকিস্তানের (ইসিএপি) সাধারণ সচিব জাফর পরাচার জানিয়েছেন, মুদ্রা লেনদেনকারীদের মধ্যে আতঙ্ক যাতে না ছড়ায় তার জন্য এ বিষয়ে স্বচ্ছতার নীতি অবলম্বন করা উচিত পাক সরকারের।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে