রবিবার, ০২ ডিসেম্বর, ২০১৮, ০৪:৩৭:৩২

প্যারিসে পুলিশ-জনতা সংঘর্ষ : আহত শতাধিক, গ্রেপ্তার ২৭০

প্যারিসে পুলিশ-জনতা সংঘর্ষ : আহত শতাধিক, গ্রেপ্তার ২৭০

আন্তর্জাতিক ডেস্ক:  ফ্রান্সজুড়ে কয়েক সপ্তাহ ধরে জনতার বিক্ষোভ চলছে। গতকাল পুলিশ-জনতা সংঘর্ষে রাজধানী প্যারিস রণক্ষেত্রে পরিণত হয়। এই সংঘর্ষে  অন্তত ১১০ জন আহত হয়েছে। ২৭০ জনকে গ্রেপ্তার করা হয়।  

সরকারের জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‘হলুদ জ্যাকেট’ পরিহিত আন্দোলনকারীরা এই বিক্ষোভ করছে। 

জানা গেছে, বিক্ষোভকারীদের ওপর কাঁদানে গ্যাস, স্টান গ্রেনেড এবং জল কামান ব্যবহার করেছে পুলিশ। পুলিশের দিকে 'প্রোজেক্টাইল' ছুঁড়েছে বিক্ষোভকারীরা। প্যারিসের কয়েকটি ভবনে আগুন ধরিয়ে দিয়েছে তারা। 

কর্মকর্তাদের ভাষ্য, এই সংঘর্ষের কারণে নিরাপত্তা বাহিনীর ১৭ জনসহ অন্তত ১১০ জন আহত হয়েছে। ২৭০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

প্রসঙ্গত, ফ্রান্সে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে জীবনযাত্রার মান বেড়ে গেছে। এ কারণেই সাধারণ নাগরিকদের এই বিক্ষোভ।- বিবিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে