মঙ্গলবার, ০৪ ডিসেম্বর, ২০১৮, ০২:১৮:১৮

‘‘আমি জীবিত, আমিই আসল প্রেসিডেন্ট’’

‘‘আমি জীবিত, আমিই আসল প্রেসিডেন্ট’’

আন্তর্জাতিক ডেস্ক: প্রেসিডেন্ট মারা গিয়েছেন৷ তাঁর জায়গায় অবিকল তাঁরই মতো দেখতে এক নকল ব্যক্তি প্রেসিডেন্ট সেজে বসে আছে৷ বেশ কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে প্রচুর জল্পনা ছড়ায়৷ ব্রিটেনে বসে থাকা প্রেসিডেন্টের কানেও খবরটা পৌছঁয়৷ এরপর এক ভিডিও বার্তায় জানান, তিনি বেঁচেই আছেন৷ কোনও ভেকধারী তাঁর জায়গা দখল করেনি৷

কথা হচ্ছে নাইজেরিয় প্রেসিডেন্ট বুহারির৷ পোলান্ডে এক কনফারেন্সে যোগ দিতে গিয়ে বলেন, ‘‘আমিই আসল প্রেসিডেন্ট৷ আপনাদের আশ্বস্ত করছি৷ খুব তাড়াতাড়ি ৭৬তম জন্মদিন পালন করব৷’’ তবেও এতেও গুঞ্জন থামেনি৷ সন্দিহানদের বক্তব্য,তিনিই আসল প্রেসিডেন্ট কিনা তার স্বপক্ষে তো কোনও প্রমাণ দেননি৷

হঠাৎ এমন জল্পনা ছড়াল কেন? জানা গিয়েছে গত বছর প্রায় পাঁচ মাসের বেশি সময় তিনি চিকিৎসার জন্য ব্রিটেনে ছিলেন৷ কী রোগে আক্রান্ত তা গোপন রাখা হয়৷ এরপর দেশে ফিরে আসেন৷ কিন্তু গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় জল্পনা ছড়ায় প্রেসিডেন্ট মারা গিয়েছেন৷ তাঁর জায়গা নিয়েছে সুডানের এক ব্যক্তি৷ যাঁকে অবিকল প্রেসিডেন্টের মতোই দেখতে৷

প্রেসিডেন্টের অনুগামীদের মতে, এগুলি বিরোধীদের ষড়যন্ত্র৷ আগামী বছর ফেব্রুয়ারি মাসে নাইজেরিয়াতে ভোট৷ সেই নিয়ে প্রস্তুতি ব্যস্ত প্রেসিডেন্ট৷ তাঁকে বেকায়দায় ফেলতে বিরোধীরা এই ফন্দি এঁটেছে৷

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে