মঙ্গলবার, ১৮ ডিসেম্বর, ২০১৮, ১০:৩৩:০৫

গুগলে ‘ভিখারি’ লিখলেই ইমরান খানের ছবি!

গুগলে ‘ভিখারি’ লিখলেই ইমরান খানের ছবি!

আন্তর্জাতিক ডেস্ক: কিছুদিন আগে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলে ইংরেজিতে 'ইডিয়ট' লিখে সার্চ করলেই চলে আসতো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি। এটা নিয়ে ট্রলের পাশাপাশি বিতর্কের ঝড় ওঠে। এবার গুগলে উর্দুতে ‘ভিখারি’ (বেগার) লিখলেই ভেসে উঠেছে পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানের ছবি। এ বিষয়টি ইন্টারনেটে ব্যাপকভাবে ট্রল হয়েছে। 

গুগলের প্রধান নির্বাহী (সিইও) সুন্দর পিচাইয়ের কাছে এর কারণ জানতে চাইবে পাকিস্তানের পাঞ্জাব অ্যাসেম্বলি। অ্যাসেম্বলিতে এ বিষয়ে একটি প্রস্তাবও পাশ করা হয়েছে বলে জানা গেছে। ওই প্রস্তাবে বলা হয়েছে, গুগল সিইও-কে ডেকে জিজ্ঞাসা করা হবে-কেন ‘ভিখারি’ লিখে গুগলে সার্চ করলেই পাকিস্তানি প্রধানমন্ত্রীর ছবি আসছে।

জানা গেছে, সম্প্রতি পাকিস্তানের একটি চ্যানেলে ইমরান খানের একটি খবর সম্প্রচারের সময় উপরে লেখা ছিল ‘বেগিং’। আসলে ‘ব্রেকিং’লেখার বদলে চালিয়ে দেওয়া হয় ওই লেখাটি। 

সূত্র: পাকিস্তান টুডে, ওয়েবসাইট

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে