শুক্রবার, ২১ ডিসেম্বর, ২০১৮, ১২:১৬:০১

পাকিস্তানে যুদ্ধবিমান ও সমরাস্ত্র তৈরির গোপন পরিকল্পনা চীনের

পাকিস্তানে যুদ্ধবিমান ও সমরাস্ত্র তৈরির গোপন পরিকল্পনা চীনের

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে যুদ্ধবিমান ও সমরাস্ত্র তৈরির গোপন পরিকল্পনা করেছে চীন। সম্প্রতি এমনই এক খবর ফাঁস করেছে মার্কিন সংবাদপত্র নিউ ইয়র্ক টাইমস।

সংবাদমাধ্যমটি জানিয়েছে চীনের ‘ওয়ান বেল্ট ওয়ান রোড’ প্রকল্পের আড়ালেই লুকিয়ে রয়েছে অত্যাধুনিক যুদ্ধবিমান তৈরির পরিকল্পনা। অর্থনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্কে উন্নতির উদ্দেশ্যেই জানিয়ে পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে এ প্রকল্প শুরু করেছে চীন। তবে বাস্তবে এ প্রকল্পের আড়ালেই রয়েছে চীনের সামরিক নানা গোপন কর্মসূচি।

এ প্রকল্পের আড়ালেই পাকিস্তানে যুদ্ধবিমান বানানোর পরিকল্পনা করেছে চীন, যেন পৃথিবীর বিভিন্ন মুসলিম দেশগুলো থেকে সহজে বিমান বিক্রির ঠিকাদারি পাওয়া যায়।

চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডরের কাজ শুরু করে দিয়েছে বেইজিং আর ইসলামাবাদ। এ রাস্তা ও রেলপথের একটি অংশ যাচ্ছে পাক অধিকৃত কাশ্মীরের ভেতর দিয়ে। এ কারণে প্রকল্পটি নিয়ে আপত্তি জানিয়ে আসছে ভারত।

এ প্রকল্পে বিপুল টাকা বিনিয়োগ করছে চীন, যার পরিমাণ এই মুহূর্তে প্রায় ৬ হাজার ২০০ কোটি মার্কিন ডলার। আর শুধু যুদ্ধবিমানই নয়, বানানো হবে আরও অনেক অত্যাধুনিক সামরিক অস্ত্র এবং যন্ত্রাংশ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে