শুক্রবার, ২১ ডিসেম্বর, ২০১৮, ০৩:৪৬:২৮

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের বিয়ে!

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের বিয়ে!

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (৬৬) বৃহস্পতিবার বলেছেন, সম্ভবত তিনি আবারও বিয়ে করবেন। তবে কাকে করবেন সেটি বলেননি। খবর রয়টার্সের।

বার্ষিক সংবাদ সম্মেলনে বিয়ের বিষয়ে করা এক প্রশ্নে হেসে পুতিন বলেন, একজন সম্মানীয় ব্যক্তি হিসেবে একসময় এটা আমাকে করতে হবে।

সাবেক অলিম্পিক জিমন্যাস্ট আলিনা কাবায়েভার সঙ্গে পুতিন প্রেম করছে বলে গুঞ্জন আছে। আলিনার পরিবারকে পুতিন সম্পত্তির মালিকানা দিয়েছিলেন বলেও খবর বেরিয়েছিল।

পুতিন সবসময় কঠোরভাবে নিজের ও পারিবারিকভাবে ঘনিষ্ঠদের বিষয়ে গোপনীয়তা রক্ষা করে চলেন। ১৯৮৩ সালে তিনি লুদমিলাকে বিয়ে করেছিলেন। ২০১৩ সালে তাদের ডিভোর্স হয়ে যায়। তাদের মেয়ে ক্যাটরিনা ও মারিয়ার বয়স ৩০ এর কাছাকাছি। তাদের কেউই রাজনীতিতে জড়িত নয়। পুতিন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হলেও তার দুই মেয়ে সব ধরনের আলোচনা থেকে দূরে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে