রবিবার, ২৩ ডিসেম্বর, ২০১৮, ১২:৩৪:২৩

ইন্দোনেশিয়ায় আছড়ে পড়ল ভয়াবহ সুনামি

ইন্দোনেশিয়ায় আছড়ে পড়ল ভয়াবহ সুনামি

আন্তর্জাতিক ডেস্ক: আবারও সেই ডিসেম্বর৷ ১৪ বছর আগে ডিসেম্বর মাসের ২৬ তারিখ ভয়াবহ সুনামিতে বিধ্বস্ত হয়ে যায় ইন্দোনেশিয়া৷ এবার ২২ ডিসেম্বর রাতে ইন্দোনেশিয়ার সুন্দা স্ট্রেট উপকূল অঞ্চলে আছড়ে পড়ল সুনামি৷ এখনও অবধি ৪৩ জনের মৃত্যুর খবর মিলেছে৷ বাড়ি ভেঙে আহত হয়েছেন ৬০০ জন৷

সুনামির কারণ ক্র্যাকাটোয়া আগ্নেয়গিরি৷ প্রবল অগ্ন্যুৎপাতের জেরে সুনামি আছড়ে পড়ে জাভা ও সুমাত্রা দ্বীপের মাঝে অবস্থিত সুন্দা স্ট্রেটে৷ বিপর্যয় বাহিনীর মুখপাত্র জানিয়েছে, শনিবার স্থানীয় সময় রাত ৯টা ৪০ মিনিটে সুনামির তাণ্ডব শুরু হয়৷ তার জেরে একের পর বাড়ি ভেঙে পড়তে শুরু করে৷ শেষ পাওয়া খবর অনুযায়ী ৪৩ জন মানুষের মৃত্যু হয়েছে৷ আহত ৬০০৷ অনেকে নিখোঁজ আছেন৷

প্রাকৃতিক বিপর্যয়ের কেন্দ্র হয়ে উঠেছে ইন্দোনেশিয়া৷ সেপ্টেম্বর মাসে ভয়াবহ ভূমিকম্প ও সুনামি হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নেয়৷-কলকাতা২৪×৭

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে