আন্তর্জাতিক ডেস্ক: প্রশান্ত মহাসাগরে শক্তিশালী ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.৪। তবে এতে সুনামি সতর্কতা জারি করা হয়নি। এতে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করেছে। কর্মকর্তারা জানিয়েছেন, দ্বীপরাষ্ট্র টোঙ্গা উপকূলের অদূরে সোমবার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।
তথ্যে প্রকাশ, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল টোঙ্গার রাজধানী নুকু’আলেফার প্রায় ৮৫ কিলোমিটার উত্তরে ভূপৃষ্ঠের ১শ’ কিলোমিটার গভীরে।