মঙ্গলবার, ২৫ ডিসেম্বর, ২০১৮, ১২:৫২:০২

আপনি ভুল দরজায় কড়া নাড়ছেন : এরদোগান

আপনি ভুল দরজায় কড়া নাড়ছেন : এরদোগান

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে উদ্দেশ করে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, সাইপ্রাসে সামরিক আগ্রাসন চালানোর বিষয়ে তুরস্ককে অভিযুক্ত করে আপনি সম্ভবত ভাষাগত ভুল করেছেন। বরং আপনি হয়ত বলতে চেয়েছিলেন যে, তারাই ফিলিস্তিনে আগ্রাসন চালাচ্ছেন এবং নারী ও শিশুদের হত্যা করছেন।

রবিবার ইস্তাম্বুল শহরে এক অনুষ্ঠানে দেয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এরদোগান বলেন, নেতানিয়াহু, আপনি ভুল দরজায় কড়া নাড়ছেন। এরদোগান হচ্ছেন নিপীড়িতদের কণ্ঠস্বর আর আপনি হচ্ছেন জালিমদের কণ্ঠস্বর। নেতানিয়াহু আপনি জালিম। তুরস্ক সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করছে। নিজেদের ভুল স্বীকার না করা পর্যন্ত কারো বিরুদ্ধে অভিযোগ করার অধিকার ইসরায়েলের হত্যাকারীদের নেই।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে